স্থানীয় সংবাদ

মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য দাড়িপাল্লা প্রতীকের রাজনীতি : অধ্যাপক মাহফুজুর রহমান

আড়ংঘাটায় ৪ ও ৫ নং ওয়ার্ডে জনসংলাপ

খবর বিজ্ঞপ্তি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-৩ আসনের আড়ংঘাটা থানার ৪ ও ৫ নং ওয়ার্ডে প্রাণবন্ত জনসংলাপ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, খুলনা মহানগর আমীর ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান সরাসরি সাধারণ মানুষের দুয়ার ঘুরে তাদের সুখ-দুঃখ, আশা-আকাঙ্ক্ষা ও বঞ্চনার কথা শোনেন। এই জনসংলাপে আড়ংঘাটার সাধারণ মানুষ দীর্ঘদিনের জমে থাকা সমস্যার কথা তুলে ধরেন। রাস্তাঘাটের বেহাল দশা, জলাবদ্ধতা, বিশুদ্ধ পানির সংকট, কর্মসংস্থানের অভাব, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি এবং সামাজিক নিরাপত্তাহীনতা জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে বলে অভিযোগ করেন তারা। বিশেষ করে তরুণ প্রজন্ম শিক্ষা শেষে কাজের সুযোগ না পেয়ে হতাশার দিকে ধাবিত হচ্ছে এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এলাকাবাসী।
জনসংলাপে অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, “জনগণের কণ্ঠই আমাদের রাজনীতির মূল শক্তি। ক্ষমতার জন্য নয়, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য দাড়িপাল্লা প্রতীকের রাজনীতি।” তিনি আরও বলেন, আড়ংঘাটার উন্নয়ন মানে শুধু ইট-পাথরের কাজ নয়; শিক্ষা, নৈতিকতা, কর্মসংস্থান ও সামাজিক ইনসাফ নিশ্চিত করাই প্রকৃত উন্নয়ন। তরুণদের দক্ষ করে গড়ে তোলা, নারীদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা এবং শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ে জামায়াতে ইসলামী আপসহীন থাকবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এই সময় আড়ংঘাটা থানা আমীর মোনোয়ার আনসারী, সেক্রেটারি মো. ফিরোজ আহমেদ তুহিন, ছাত্রশিবির সভাপতি মো. রায়হান হোসেন, সেক্রেটারি শামীম শেখ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক শাহিনুল ইসলাম, সেক্রেটারি কামাল হোসেন, জামায়াতের বায়তুলমাল সম্পাদক মো. সিরাজুল হক, ৪ নং ওয়ার্ড সভাপতি হোসেন আহমেদ, সেক্রেটারি মো. কামাল হোসেন, ৫ নং ওয়ার্ড সভাপতি অধ্যাপক ইমাম মুহিত, সেক্রেটারি আল আমিন, সাজ্জাদ হোসেন তপু, ফাহিম ইসলাম, মামুন মিয়া, সিয়াম আহমেদ, আরমান, রেহানুল ইসলাম, পলাশ, শাহাদাত, আওলিয়া, শামীম ওসমান, মহিলা জামায়াতে ৪ নং সেক্রেটারি নার্গিস সুলতান, ৫ নং ওয়ার্ড মহিলা জামায়াতের সেক্রেটারি নুরুন্নাহার জোয়াদ্দার, আনোয়ারা খাতুন, শেফালী, মেহেরুন্নেসা, আয়েশা, জামিলা খাতুন, রহিমা খাতুন, রাবেয়া, স্থানীয় ছাত্রশিবির নেতা মাহবুব মিলন, হাফেজ হাসিব, তাসাউফ শেখ, রাশেদুল ইসলাম, ইমন হোসাইন, এহসান, আবির, বোরহান, ইশান, নিশান, সিয়াম হাসান, শ্রমিক নেতা কাদের মোল্লা, কামাল হোসেন, মুনতাজ, হোসেন মিয়াসহ শিশু, নারী, তরুণ ও প্রবীণসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ স্বতঃস্ফূর্তভাবে জনসংলাপে অংশ নেন।
জনসংলাপ শেষে অধ্যাপক মাহফুজুর রহমান শিশু, যুবক, তরুণ, নারী ও পুরুষ সবার কাছে দোয়া কামনা করেন এবং একটি ইনসাফভিত্তিক, দুর্নীতিমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়তে দাড়িপাল্লা প্রতীকের প্রতি আস্থা রাখার আহ্বান জানান।
জনসংলাপে অংশ নেওয়া সাধারণ মানুষ বলেন, “যে নেতা আমাদের কথা শোনেন, আমাদের মাঝেই থাকেন—আমরা তাঁর সঙ্গেই থাকব।” আড়ংঘাটার রাজনীতিতে এই জনসংলাপ নতুন আশার আলো জ্বালিয়েছে বলে মনে করছেন তারা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button