খালিশপুরে এক সন্তানের জননী গণধর্ষণো শিকার ঃ দু’ ধর্ষক গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ নগরীর খালিশপুরে এক সন্তানের জননী গণধর্ষণে শিকার হয়েছে। এ ঘটনায় পুলিশ দু’ ধর্ষককে গ্রেফতার করেছে। গত ১২ জানুয়ারী দিবাগত রাত ১২টা থেকে ভোর পৌনে ৪টা পর্যন্ত এ কার্যক্রম যুবলীগ নেতা হোয়াইটের পরিত্যক্ত গ্যারেজে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা হলো নয়াবাটি মোড়ের বাসিন্দা ইউসুফ শেখের ছেলে রাজু (১৯) ও লিবার্টি হলের পিছনের বাসিন্দা মানিক( ২৩)। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে খালিশপুর থানায় মামলা দায়ের করেছেন। মামলা তদন্তকারী কর্মকর্তা ওসি তদন্ত) মুরাদ হোসেন মিলন জানান, ঘটনাটি গণধর্ষণ। পূর্ব পরিচয়ের সুযোগে ভিকটিমকে তারা ডেকে নিয়ে যায়। রাত সাড়ে ১২টা থেকে ভোর রাত পর্যন্ত তারা এ কার্যক্রম পরিচালনা করে। এলাকাবাসী জানায়, গ্রেফতারকৃতরা মাদক ব্যবসার সাথে জড়িত। গ্রেফতারকৃতরা নয়াবাটি মোড়ের মাদক স¤্রাট সাদ্দাম বাহিনীর সদস্য। সাদ্দাম বাহিনীর সদস্যরা মাদক বিক্রির পাশাপাশি এলাকায় নিরিহি মা বোনদের যৌন হয়রানি করে থাকে। তাদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। ভিকটিমের মা বলেন, ৫/৬ জন নরপশু তার মেয়েকে গণধর্ষণ করেছে। পরে বিষয়টি জানাজানি হলে দুর্বৃত্তরা ওই ভিকটিমকে অপহরণ করে নিয়ে গেছে। তার খোঁজ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত পাওয়া যায়নি বলে ভিকটিমের মা জানান, তারা আগে দৌলতপুর পাবলা তিন দোকানের মোড়ে ভাড়া থাকতো। গত ১৪ দিন আগে তারা নয়াবাটি মোড়ে এসেছেন। ঘটনার পর বাড়ির মালিক তাকে ঘর ছেড়ে দিতে বলেছে। কারণ ধর্ষকরা বাড়ির মালিককে হুমকি দিয়ে গেছে। ধর্ষকরা সবাই মাদক বিক্রেতা সাদ্দামের লোক। তবে মামলার তদন্তকারী কর্মকর্তা বলেন, আমরা তাকে খুঁজছি। সন্ধ্যা নাগাদ তাকে পাওয়া যায়নি।



