নেভি এ্যংকরেজ স্কুল এন্ড কলেজ শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে অর্জন

খবর বিজ্ঞপ্তি : বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত নেভি এ্যাংকরেজ স্কুল এন্ড কলেজ খুলনা। এ বছর জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এ ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠানটি বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল), শ্রেষ্ঠ শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণীর ছাত্রী নাইলাত তাসনিম জামান, ইংরেজি রচনা প্রতিযোগিতায় একাদশ শ্রেণীর শিক্ষার্থী তাসনিয়া তাসনিম (গ বিভাগ) ,তাৎক্ষণিক অভিনয়ে সপ্তম শ্রেণি শিক্ষার্থী জায়ান খান (ক বিভাগ) নির্বাচিত হয়। এছাড়াও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কলেজ) হিসেবে প্রতিষ্ঠানের সুযোগ অধ্যক্ষ কমান্ডার মোঃ মাহবুব ই-জামান, (শিক্ষা), বিএন নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন। পাশাপাশি জেলা পর্যায়ে ইংরেজি রচনা প্রতিযোগিতায় আরিশ আয়ান অনুরাগ (ক বিভাগ), রাইদা আন-নূর রুপন্তী (খ বিভাগ) ও ইংরেজি বক্তব্য প্রতিযোগিতায় সাফির উল হক (খ বিভাগ) নির্বাচিত হয়। এদিকে অভাবনীয় এমন সাফল্যে প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।



