স্থানীয় সংবাদ

বিপিএমপিএ খুলনা শাখার ২২তম জেলা মেডিকেল সম্মেলন অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনায় অনুষ্ঠিত হলো বাংলাদেশের প্রাইভেট মেডিকেল প্রাক্টিশনার্স অ্যাসোসিয়েশন (বিপিএমপিএ) খুলনা শাখার ২২তম জেলা মেডিকেল সম্মেলন। দিনব্যাপী এই সম্মেলন শুধু একটি আনুষ্ঠানিক আয়োজনই নয়, বরং খুলনার চিকিৎসক সমাজের জন্য ছিল সৌহার্দ্য, সম্মান ও পেশাগত গৌরবের এক আবেগঘন মিলনমেলা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের শুভ সূচনা করেন প্রফেসর ড. মো. রেজাউল করিম, মাননীয় উপাচার্য, খুলনা বিশ্ববিদ্যালয়। তাঁর বক্তব্যে তিনি প্রাইভেট মেডিকেল প্রাক্টিশনার্সদের নিরলস ত্যাগ ও মানবসেবার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বলেন, কমিউনিটি পর্যায়ে স্বাস্থ্যসেবার মেরুদ- হিসেবে প্রাইভেট প্রাক্টিশনার্সদের অবদান জাতি চিরদিন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।
বিশেষ অতিথি চিকিৎসক নেতা ডা. মো. রফিকুল হক বাবলু, প্রাক্তন সভাপতি, বিএমএ খুলনা শাখা, তাঁর বক্তব্যে প্রাইভেট প্রাক্টিশনার্সদের সংগ্রাম, সাফল্য ও ঐক্যের কথা তুলে ধরেন। তিনি নবীন চিকিৎসকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং বলেন, অভিজ্ঞ ও নবীন চিকিৎসকদের সম্মিলিত প্রচেষ্টায়ই আগামীর শক্তিশালী স্বাস্থ্যব্যবস্থা গড়ে উঠবে। সম্মেলনে সভাপতিত্ব করেন বিপিএমপিএ খুলনা শাখার সভাপতি ডা. গাজী মিজানুর রহমান। সভাপতির বক্তব্যে তিনি আবেগভরে বলেন, প্রতিকূলতা, সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জের মধ্যেও প্রাইভেট মেডিকেল প্রাক্টিশনার্সরা মানুষের পাশে দাঁড়িয়ে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। তিনি সংগঠনের ঐক্য, মূল্যবোধ ও মানবিক চিকিৎসা চর্চা অব্যাহত রাখার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন। স্বাস্থ্যসেবায় আজীবন নিষ্ঠা ও ত্যাগের স্বীকৃতি হিসেবে এবছর বিপিএমপিএ খুলনার পক্ষ থেকে আজীবন সম্মাননা প্রদান করা হয় বরেণ্য চিকিৎসক ডা. রফিকুল হক বাবলু, ডা. গৌতম রায় ও ডা. মোরশেদ আহমেদকে। সম্মাননা প্রদানকালে পুরো মিলনায়তন করতালিতে মুখরিত হয়ে ওঠে, আবেগাপ্লুত মুহূর্তে সহকর্মীরা তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিপিএমপিএ খুলনা শাখার সাধারণ সম্পাদক ডা. মোস্তফা কামাল। তাঁর আন্তরিক ও সাবলীল সঞ্চালনায় পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান ও শিক্ষা ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডা. কাজী হাফিজ রহমান এবং সদস্য সচিব ডা. মাহমুদ হাসান লেনিন-এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত বৈজ্ঞানিক অধিবেশনে মোট ১২টি গবেষণাপত্র উপস্থাপিত হয়। এসব উপস্থাপনায় আধুনিক চিকিৎসা, প্রাইমারি কেয়ার ও কমিউনিটি হেলথ নিয়ে গভীর ও বাস্তবভিত্তিক আলোচনা হয়, যা অংশগ্রহণকারী চিকিৎসকদের জ্ঞান ও অনুপ্রেরণাকে আরও সমৃদ্ধ করে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য বিষয় ছিল “প্রাইভেট প্রাক্টিশনার্স : ব্যাকবোন অফ কমিউনিটি হেলথ”। আলোচনায় বক্তারা প্রাইভেট মেডিকেল প্রাক্টিশনার্সদের মানবিক ভূমিকা, সমাজের প্রতি দায়িত্ববোধ এবং ভবিষ্যৎ প্রজন্মের চিকিৎসকদের জন্য একটি নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। খুলনা বিভাগসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পাঁচ শতাধিক চিকিৎসকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী এই সম্মেলন এক হৃদ্যতাপূর্ণ আবহে সম্পন্ন হয়। বৈজ্ঞানিক আলোচনা শেষে পারিবারিক মিলনমেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আবেগ, ভালোবাসা ও সহমর্মিতায় ভর করে ২২তম জেলা মেডিকেল সম্মেলনের সফল সমাপ্তি ঘোষণা করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button