স্থানীয় সংবাদ

আমরা খুলনাবাসীর সভায় বক্তারা- সুন্দরবন ও বন্যপানী রক্ষার দাবি

খবর বিজ্ঞপ্তি ঃ পৃথিবীর শ্রেষ্ঠ ম্যানগ্রোভ সুন্দরবন ও তার সকল প্রীনিকুল রক্ষার দাবিতে ১৬ জানুয়ারী শুক্রবার বিকাল ৪টায় বৃহত্তর আমরা খুলনাবাসীর কার্যালয়ে সংগঠন সভাপতি ডাঃ মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে এবং মোঃ জামাল মোড়লের পরিচালনায় সভায় বক্তারা বলেন,সুন্দর বন শুধু পৃথিবীর শ্রেষ্ঠ ম্যান গ্রোভই নয়,প্রকৃতির এক অপূর্ব নিদর্শন এই সুন্দর বন।অথচ পূর্ব সুন্দর বিভাগের শরণখোলা রেঞ্জের অন্যতম কটকা পর্যাটন কেন্দ্রের বনাঞ্চচল দীর্ঘদিন ধরে ক্রমান্বয়ে বঙ্গোপসাগরের ভাংগনের কবলে। গত দুই বছরে কটকার বন রক্ষাকারীদের দুইটি ব্যারাক, একটি রেষ্ট হাউস পাকা স্হাপনা.রাস্তা ও গাছপালা সাগরে বিলীন হয়ে গেছে.কয়েক বার স্টাফ ব্যারাক সরাতে হয়েছে.বর্তমানে সাগর বনের অতি কাছে চলে এসেছে।এমন কি আগামী বর্ষা মৌসুমে এখন বিদ্যমান ব্যারাক.অফিস.রেষ্ট হাউস সাগরে চলে যেতে পারে। কটকার আকর্ষণ জামতলার সী-বীচ তার জৌলুস হারিয়ে কাদায় পরিনত হওয়ায়.হাটার যায়গা না থাকায় পর্যাটকদের আনন্দ মেলান হচ্ছে। বক্তারা আরও বলেন বিশ্ব ঐতিহ্য সুন্দর বন এখন চোরা শিকারীদের অবাধ বিচরণ ক্ষেত্রে পরিনত হয়েছে। বন জুড়ে পাতা হচ্ছে হরিণ শিকারের অবৈধ ফাঁদ। এসব ফাঁদে শুধু হরিণই নয়।বিভিন্ন প্রজাতির বন্য প্রানী ফাঁদ দিয়ে আটক করে পাচার করছে।সাম্প্রতিক সময় ২রা জানুয়ারি শুক্রবার সুন্দর বনের পূর্ব বন বিভাগের চাদপাই রেঞ্জের মোংলার শরকির খাল দিয়ে আধা কিলোমিটার ভিতরে টহল ফাড়ি এলাকায় হরিণ শিকারের ফাঁদে একটি রয়েল বেঙ্গল টাইগার বাঘ আটকা পড়ে। বাঘ ফাঁদে আটকা পড়ায় শুধু মাত্র সুন্দরবন রক্ষাই ক্ষতিগ্রস্ত হচ্ছে না তা নয়.নিরাপত্তা ও হুমকির মধ্যে থাকছে। শুধুমাত্র গত বছর ২০২৫ সালে সুন্দর বন থেকে উদ্ধার করা হয় ১ হাজার ৬৩০ কেজি হরিণের গোস্ত। এটাই প্রমাণ করে উদ্ধার না হওয়া হরিণের গোস্ত আর ও কয়েক গুণ বেশি হতে পারে। এই সুন্দরবন আমাদের প্রাকৃতিক ঝড় ঝামটা, জলস্বাস হতে রক্ষা করলেও কতিপয় অসাধু কর্মকর্তা ও কর্মচারীদের যোগসাজসে দুর্বিত্তরা বিভিন্ন প্রজাতির গাছ কেটে ও বিভিন্ন প্রজাতির জীব যন্তু ফাঁদ দিয়ে ধরে সাবাড় করে দেওয়ায়/ পাচার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে.নেতৃবৃন্দ বলেন এখনই সময় সুন্দরবনের ভাংগন ঠেকাতে কংক্রিটের ব্লক ফেলে রক্ষা করা, দুর্বিত্ত ও দূর্নীতি বাজদের বিরুদ্ধে আরও কঠিন শাস্তির ব্যবস্থা করা, সুন্দরবনের সকল প্রীনির চিকিৎসার জন্য একটি পশু হাসপাতাল স্থাপনের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বক্তিতা করেন। বৃহত্তর আমরা খুলনাবাসীর সহ সভাপতি মোঃ সিরাজ উদ্দিন সেন্টু, মোঃ কামরুল ইসলাম কামু, জি এম মহিউদ্দিন, সাধারন সম্পাদক মাহাবুবুর রহমান খোকন, মোঃ কামরুল ইসলাম ভুট্টো, সাংগঠনিক মোঃ সাকিল আহমেদ রাজা, মোঃ খায়রুল আলম, মোঃ সবুজুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর চৌধুরী টিপু, তালুকদার মোঃ হেলালুজ্জামান, খন্দকার তৈয়েবুল ইসলাম টিম, মোঃ মনিরুজ্জামান মিলন, লিটন মিত্র, মোঃ মামুন অর রশিদ.সৈয়দ বদুজ্জামান বদু, মোঃ মেজবাহ উদ্দিন পাপ্পু, মোঃ রেজওয়ান হোসেন.মোঃ আবু বক্কার, মোঃ আজমল হোসেন সহ প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button