স্থানীয় সংবাদ

ষাট গম্বুজ প্রতœস্থল ও বাগেরহাট জাদুঘরের ই-টিকিটিং সেবার উদ্বোধন

খবর বিজ্ঞপ্তি ঃ প্রতœতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন ঐতিহাসিক ষাট গম্বুজ প্রতœস্থল ও বাগেরহাট জাদুঘরের এটুআই-এর মাইগভ ই-টিকিটিং সেবা বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব নিজ মোবাইল ফোনে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে অনলাইনে টিকিট ক্রয় করে সেবাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের মধ্য দিয়ে দর্শনার্থীদের জন্য সেবাটি উন্মুক্ত হয়, ফলে টিকিট কাটতে লাইনে দাঁড়ানোর ভোগান্তি কমবে এবং প্রবেশ প্রক্রিয়া হবে আরও দ্রুত ও সহজ। ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, এ উদ্যোগ নাগরিকবান্ধব ডিজিটাল সেবাকে আরও এগিয়ে নেবে এবং রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াবে। নতুন বাংলাদেশ বাস্তবায়নের পথে এটি একটি বাস্তব ও দৃশ্যমান অগ্রগতি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতœতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম, এটুআই-এর প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মোহাঃ আব্দুর রফিক, বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, এটুআই-এর হেড অব প্রজেক্ট ম্যানেজমেন্ট আব্দুল্লাহ আল ফাহিম, সিনিয়র কনসালটেন্ট (উপসচিব) ফজলুল জাহিদ পাভেল, চিফ টেকনোলজি এডভাইজার মাসুদুর রহমান-সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা। এর আগে তিনি বাগেরহাট সদর উপজেলার ২ নং বেমরতা ইউনিয়ন পরিষদ নাগরিক সেবা কেন্দ্র পরিদর্শন করেন। উল্লেখ্য, ৩০ জুন ২০২৫ লালবাগ কেল্লায় মাইগভ ই-টিকিটিং চালুর পর গত ছয় মাসে প্রায় ৩ লাখের বেশি দর্শনার্থী প্রতœস্থলটি পরিদর্শন করেছেন এবং এর মাধ্যমে সরকার প্রায় ১ কোটি ১০ লাখ টাকা রাজস্ব আদায় করেছে। পর্যায়ক্রমে প্রতœতত্ত্ব অধিদপ্তরের অধীন আরও ২৮টি পর্যটন ও ঐতিহাসিক স্থাপনাকে মাইগভ ই-টিকিটিং প্ল্যাটফর্মের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button