বীর মুক্তিযোদ্ধা কাদের মাষ্টার’র আত্মার মাগফেরাত কামনায় দোয়া

স্টাফ রিপোর্টার : দৌলতপুর জুট প্রেস এন্ড বেলিং ওয়ার্কার্স ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল কাদের মাষ্টার এর আত্মার মাগফেরাত কামনা করে দৌলতপুর জুট প্রেস ওয়ার্কার্স ইউনিয়ন (রেজি-১১৫৫) উদ্যোগে রেলিগেট বাইতুল ইলাহ্ জামে মসজিদ ও ইস্পাহানী কলোনী জামে মসজিদে কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ইউনিয়নের সভাপতি আব্দুল খালেক হাওলাদার ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিঠু,যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল জমাদার,মোঃ সুজন শেখ,মোঃ আলমগীর মোল্লা,বাবুসহ মরহুমের পরিবারের সদস্য বৃন্দ মসজিদের মুসল্লিগণ ও শ্রমিক বন্দ।উল্লেখ্য,দৌলতপুর জুট প্রেস এন্ড বেলিং ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল কাদের মাস্টার গত শুক্রবার দিবাগত রাত ১টায় ইন্তেকাল করেন। পাবলা সবুজ সংঘ মাঠে খুলনা জেলা প্রশাসকের পক্ষ থেকে মরহুমকে গার্ড অফ অনার (রাষ্ট্রীয় মর্যাদা) প্রদান করা হয়। আসর নামাজ বাদ পাবলা সবুজ সংঘ মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। গোয়ালখালি কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।



