স্থানীয় সংবাদ

অতীতের ন্যায় ছাত্রদল না জাগলে এদেশ ধ্বংস হয়ে যাবে- মঞ্জু

# ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ পরিষদের উদ্যোগে #
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার ঃ ছাত্রদল শুধু একটি সংগঠন নয়, এটি একটি রাজনৈতিক পাঠশালার নাম। যে পাঠশালায় আলোচনা হয়, দেশ রক্ষা ও দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন নিয়ে মন্তব্য করে খুলনা-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেছন, অতীতের ন্যায় ছাত্রদল না জাগলে এদেশ ধ্বংস হয়ে যাবে। জাতীয়তাবাদী শক্তি ছাড়া বাংলাদেশকে কেউ রক্ষা করতে পারবে না। এজন্য সংগঠনকে আরও সুসংগঠিত ও বাস্তকবমুখী করতে হবে। যাদের বদৌলতে গ্রাম বাংলার কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষ নিরাপদ ও শান্তিতে ঘুমাবে। এজন্য ছাত্রদলের নেতাকর্মিদের খুলনার ৬টি সংসদীয় আসনসহ দেশের সকল নির্বাচনী এলাকায় ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় খুলনা প্রেসক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ পরিষদের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল ছাত্রদল খুলনা মহানগর শাখার সাবেক সভাপতি মো. তরিকুল ইসলাম জহীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। এসময় তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধসহ দেশের যেকোনো দুর্যোগময় মুহূর্ত মোকাবেলা কিভাবে করতে হয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তা আমাদের শিখিয়ে গেছেন। ষড়যন্ত্রকারীরা দেশকে অস্থিতিশীল করার পায়তারায় লিপ্ত। ঘড়যন্ত্রকারীদের রুখতে ছাত্রদলকে জেগে উঠতে হবে। তিনি সোশ্যাল মিডিয়ায় সরব থাকার পাশাপাশি দেশ, দল ও মানুষের জন্য কাজ করতে ছাত্র দলকে আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির সাবেক সাধারন সম্পাদক, সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সেকেন্দার জাফরউল্লাহ খান সাচ্চু, কাজী মো. রাশেদ ও আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক ভিপি আসাদুজ্জামান মুরাদ, সাবেক ভিপি মহিউদ্দিন, সাবেক ভিপি মোল্লা মারুফ রশিদ ও জাবেদ এলাহী। শোকসভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, আরিফ ইমতিয়াজ খান তুহিন, সাবেক জিএস আজিজুর রহমান, সাবেক জিএস নাজমুল হক মুকুল, মাহবুব হাসান পিয়ারু, সাবেক জিএস একরামুল হক হেলাল, সাবেক ভিপি শামীম আহসান, সাবেক ভিপি হাফিকুল ইসলাম, সাবেক জিএস রবিউল ইসলাম রবি, সাবেক ভিপি আশরাফুল আলম, সাবেক ভিপি সোহেল মাহমুদ, সাবেক জিএস মঈনুল আহসান মিঠু, সাবেক জিএস মেজবাহ উদ্দিন মিজু, সাবেক জিএস হাফিজুর রহমান, সাবেক ভিপি লতিফুর রহমান সোহাগ, হাসিনুল ইসলাম নিক, তারিকুল আলম খান, তারিকুল ইসলাম, নিয়াজ আহমেদ তুহিনসহ প্রায় পাঁচশতাধিক সাবেক ছাত্রনেতা।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button