রাষ্ট্র সবার, নাগরিক অধিকার হবে সমান : রকিবুল ইসলাম বকুল

স্টাফ রিপোর্টার ঃ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান আর পারস্পরিক ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে খুলনার মহেশ্বরপাশা সাহাপাড়া শীতলা মায়ের মন্দির প্রাঙ্গণে। ধর্মীয় ভেদাভেদ ভুলে মানুষে মানুষে হৃদয়ের বন্ধন সুদৃঢ় করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল। শুক্রবার মহেশ্বরপাশা সাহাপাড়া শীতলা মন্দির কমিটি আয়োজিত সনাতন ধর্মাবলম্বীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল মন্দিরে পৌঁছালে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও সাধারণ ভক্তরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। প্রধান অতিথির বক্তব্যে রকিবুল ইসলাম বকুল বলেন, বাংলাদেশ চিরকালই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে বিশ্বে পরিচিত। ধর্ম যার যার ব্যক্তিগত বিশ্বাসের বিষয় হতে পারে, কিন্তু এই রাষ্ট্র আমাদের সবার। এখানে প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। তিনি আরও বলেন, আমরা এমন এক আগামীর বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে কোনো সংখ্যালঘু বা সংখ্যাগুরু ভেদাভেদ থাকবে না। দেশনায়ক তারেক রহমানের স্বপ্নের আধুনিক বাংলাদেশে সকল ধর্মের মানুষ পরম নিশ্চিন্তে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবেন এবং কেউ কোনো ধরনের বৈষম্যের শিকার হবেন না। গোপাল সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশ্বরপাশা কালীবাড়ি পূজা ও মন্দির কমিটির সভাপতি প্রফেসর শ্রী মাধব চন্দ্র রুদ্র এবং ধর্ম মন্ত্রণালয়ের হিন্দু কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি শ্রী সত্যনন্দন দত্ত। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে শুক্রবার সকালে ১২ নং ওয়ার্ডের খালিশপুর প্রভাতী মাঠে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। সেখানেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রকিবুল ইসলাম বকুল। একই দিন বিকেলে খালিশপুর থানা বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও সাবেক সংসদ সদস্য কাজী সেকেন্দার আলী ডালিমের রুহের মাগফেরাত কামনা করে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনার সভাপতিত্বে এবং খালিশপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিপ্লবুর রহমান কুদ্দুসের সঞ্চালনায় এই মাহফিলে প্রধান অতিথি ছিলেন রকিবুল ইসলাম বকুল। দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী মো. নজরুল ইসলাম মঞ্জু। এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শেখ সাদী, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. চৌধুরী শফিকুল ইসলাম হোসেন এবং খালিশপুর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবুসহ থানা ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়, যেখানে স্থানীয় বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।



