খুলনা মহানগর বিএনপির প্রস্তুতি সভা আজ

# শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তর এঁর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে #
খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, আধুনিক বাংলাদেশের রূপকার, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে খুলনা মহানগর বিএনপির প্রস্তুতি সভা আজ। বিএনপি মিডিয়া সেল জানিয়েছে, আজ রোববার (১৮ জানুয়ারি) দুপুর ১২টা খুলনা মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি সুশৃঙ্খল ও সফলভাবে বাস্তবায়নের উদ্দেশ্যে এ সভা আহ্বান করা হয়েছে। প্রস্তুতি সভায় খুলনা সদর, সোনাডাঙ্গা, খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানার বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকবৃন্দ, এছাড়া ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকবৃন্দ, এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক/আহ্বায়ক ও সদস্য সচিববৃন্দের উপস্থিতি থাকবেন। প্রস্তুতি সভার মাধ্যমে জন্মবার্ষিকী উপলক্ষে চূড়ান্ত কর্মসূচি নির্ধারণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।



