খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার রোল মডেল – মঞ্জু

# দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল #
স্টাফ রিপোর্টার ঃ সাহসী নেতৃত্ব, দেশপ্রেম ও আত্মত্যাগের জন্য মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা খালেদা জিয়া মন্তব্য করে খুলনা-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেছন, দীর্ঘ কারাবাস ও রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও কখনো প্রতিহিংসামূলক মনোভাব প্রকাশ করেননি তিনি। স্বাধীন সাংবাদিকতা ও নীতিনিষ্ঠাকে সম্মান করার পাশাপাশি রুচিশীলতা, মার্জিত নেতৃত্ব ও উদার দৃষ্টিভঙ্গির জন্য বাংলাদেশের রাজনীতিতে অনন্য খালেদা জিয়া। তার অবদান দেশের ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১১টায় খুলনা প্রেসক্লাবে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনাবাসির প্রত্যাশা শীর্ষক সংলাপে অংশগ্রহণ করেন খুলনা-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। দুপুর ১২টায় বড় বাজার কাঁচা ও পাঁকা মাল আড়ৎ সমিতির আয়োজনে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে ব্যবসায়ী নেতা শেখ আসাদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। বাদ জোহর হার্ডমেটাল গ্যালারী হার্ডওয়ার এন্ড মেশিনারী মার্চেন্ট এসোসিয়েশনের আয়োজনে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন নজরুল ইসলাম মঞ্জু। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ফেরদৌস আহমেদ। বাদ আসর ৩১ নম্বর ওয়ার্ড লবণচরা রাইসমিল ও চিড়ামিল মালিক সমিতির আয়োজনে ইয়াসিন আরাফাত এর সভাপতিত্বে এবং এইচএম আসলাম হোসেনের পরিচালনায় মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নজরুল ইসলাম মঞ্জু। এসময় তিনি আরও বলেন, বেগম জিয়া সৎ, দৃঢ়প্রতিজ্ঞ, আত্মত্যাগী ও দেশপ্রেমিক ছিলেন। বাংলাদেশকে ভালো রাখতে হলে তাঁকে নিজের মধ্যে ধারণ করা করতে হবে। তিনি মানুষের হৃদয়ে ছিলেন এবং হৃদয়ে থাকার কারণেই তাঁর জানাজায় মানুষের স্বতঃস্ফূর্ত কান্না দেখা গেছে। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন দেশের উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার রোল মডেল। তাঁর রেখে যাওয়া আদর্শই হবে আমাদের আগামীর চালিকাশক্তি। এই মহান নেত্রীর আদর্শ অনুসরণ করেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জনগণের সমর্থন নিয়ে একটি সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবে। দেশকে এগিয়ে নিতে তারেক রহমানের কোনো বিকল্প নেই। এ সকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দা নার্গিস আলী, জাফরউল্লাহ খান সাচ্চু, কাজী মো. রাশেদ, অধ্যাপক আরিফুজ্জামান অপু, শেখ আব্দুর রশিদ, মহিবুজ্জামান কচি, আনোয়ার হোসেন, শের আলম সান্টু, ইউসুফ হারুন মজনু, একরামুল হক হেলাল, নিয়াজ আহমেদ তুহিন, মজিবর রহমান ফয়েজ, শামসুজ্জামান চঞ্চল, শেখ জামিরুল ইসলাম জামিল, শমসের আলী মিন্টু, ইশহাক তালুকদার, আব্দুল মতিন, মেশকাত আলী, মহিউদ্দিন টারজান, জিএম রফিকুল হাসান, এড. হালিমা খাতুন, আফসার উদ্দিন মাস্টার, মাজেদা খাতুন, আমিনউদ্দিন, ইকবাল হোসেন, শহীদ খান, শামীম খান, কেএম সেলিম, মোস্তফা কামাল, মোল্লা ফিরোজ, আবুল বাসার, হুমায়ুন কবির, বাবুল রানা, মনিরুল ইসলাম মাসুম, কামাল উদ্দিন, সাইমুন ইসলাম রাজ্জাক, নাজমুল হাসান নাসিম, মাসুদ খান বাদল, সুলতান মাহমুদ সুমন, সাখাওযাত হোসেন, আল বেলাল, রব মাস্টার, গৌরঙ্গ, মানিক পাটোয়ারী, মিজানুর রহমান, কামরুল আলম খোকন, রবিউল ইসলাম বিপ্লব, শাহাবুদ্দিন আহমেদ, আব্দুল্লাহ আল মামুন, শহিদুল ইসলাম লিটন, আক্তারুজ্জামান আক্তার, মুশফিকুর রহমান অভি, মামুনুর রহমান, ইমরান হোসেন, শরিফুল ইসলাম, শামীম রেজা, রাজিবুল আলম বাপ্পি, রবিউল আলম, মাহমুদ হাসান মুন্না, মামুনুর রহমান রাসেল, আল আমিন, আশিকুর রহমান রাসেল, রাজু আহমেদ রাজ, নাজমা আক্তার, মেহেদী হাসান, মাসুদ রুমী, রাইসমিল মালিকগণ-নাসির হোসেন, শাহজাহান, মনিরুজ্জামান, মো. মহসীন, মোস্তাফিজুর রহমান, বিএম নেতা আসাদুজ্জামান আসাদ, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন দুলাল, মতিউর রহমান, আলাউদ্দিন, ইয়াকুব পাটোয়ারী, মেহেদী, হাসানুজ্জামান, শুকুর আলী, মোকলেছুর রহমান, আব্দুল হান্নান, বাবুল হোসেন, জাহাঙ্গীর মোল্লা, জাকির হোসেন, এজাজ মোল্লা, জামাল হোসেন ভূট্রো, সিদ্দিকুর রহমান, পারভীন বেগম, জাহেদা বেগম, বিনা আকতার, জাহিদ প্রমুখ।



