কমরেড আবদুল হামিদ আফগান বেঁচে থাকবেন জনগণের সার্বিক মুক্তির সংগ্রামে- আলোচকবৃন্দ

খবর বিজ্ঞপ্তি ঃ শ্রমিক শ্রেণির বন্ধু, আজীবন সংগ্রামী, গণতান্ত্রিক বিপ্লবী জোট এবং বাঙলাদেশ লেখক শিবির এর কেন্দ্রীয় নেতা, ঘাতক -দালাল নির্মুল কমিটি এবং ফ্যাসিবাদ ও সামরাজ্যবাদ বিরোধী কমিটির খুলনা অঞ্চলের আহবায়ক কমরেড আবদুল হামিদ আফগানের ২৫ তম মৃত্যুবার্ষিকীতে গতকাল বিকাল পাঁচটায় সংগঠন কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুভাষ সাহার সভাপতিত্বে ” কমরেড আবদুল হামিদ আফগান এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ” শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন, , বরকত আলী, এম,হুমায়ুন কবির, শামীম আহমেদ, অনিন্দ্য সুন্দর এবং অনান্য নেতৃবৃন্দ। আলোচকবৃন্দ বলেন, মেহনতী মানুষের বন্ধু কমরেড আফগান শ্রমজীবী মানুষের গণতান্ত্রিক এবং ন্যয়সঙ্গত আন্দোলন সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহন করতেন। শ্রমিক শ্রেণির শত্রু মার্কিন সামরাজ্যবাদ এবং ৭১ এর যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে তিনি সর্বদা সোচ্চার ছিলেন। কিন্তু ঘাতক ক্যান্সার মাত্র ৫৭ বছরের এই বিপ্লবীকে বাঁচতে দিল না। কমরেড আফগান বেঁচে থাকবেন জনগণের সার্বিক মুক্তির সংগ্রামে। আলোচকবৃন্দ বলেন, বর্তমান সরকারের পুলিশ এবং প্রশাসনের দূর্বলতায় উগ্র ধর্মীয় মৌলবাদ, ফ্যাসিবাদী কায়দায় বিভিন্ন মাজার, বাউল সম্প্রদায়, সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়, পত্রিকা অফিস এবং নারীদের উপর মবের নামে হামলা এবং অগ্নিসংযোগ করা হয়েছে। ভুয়া ধর্মঅবমাননার নামে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা এবং অগ্নিসংযোগ করা হয়েছে। সারা বিশ্বের নিপিড়ীত জনগণের দুশমন মার্কিন সামরাজ্যবাদের সন্ত্রাসের গডফাদার ডোনাল্ড ট্রাম্প, সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলকে মদদ দিয়ে যেভাবে গাজায় ৭০ হাজার ফিলিস্তিনি জনগণকে হড্যা করেছে, ঠিক একইভাবে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সন্ত্রাসী কায়দায় ট্রাম্প অপহরণ করেছে এই হামলায় ২৫ জন কিউবার নাগরিককে মার্কিন সৈন্যরা হত্যা করেছে। উগ্র ধর্মীয় মৌলবাদ এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রকে আমাদের ঐক্যবধ্বভাবে প্রতিহত করতে হবে। নেতৃবৃন্দ নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টি করে নির্বাচন বানচাল ও ফ্যাসিবাদী শাসন ফিরিয়ে আনার সামরাজ্যবাদী ভারত- আওয়ামী ফ্যাসিষ্টদের চক্রান্তের বিরুদ্ধে সকলকে সচেতন থাকার আহবান জানান।



