স্থানীয় সংবাদ

৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

তথ্য বিবরণী : খুলনা উপআঞ্চলিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন রবিবার সকালে খুলনা জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সিফাত মেহনাজ। অনুষ্ঠানে অতিথিরা বলেন, মানবিক মানুষ হতে হলে খেলাপড়ার পাশাপাশি ক্রীড়াঙ্গণে সম্পৃক্ত থাকতে হবে। সময়কে সুন্দরভাবে কাটানোর জন্য খেলাধুলার বিকল্প নেই। যারা নিয়মিত ক্রীড়া চর্চা করে তাদের শারীরিকভাবে সুস্থ্য থাকার পাশাপাশি নেতৃত্ব প্রদানের দক্ষতা বাড়ে। সহশিক্ষা কার্যক্রম জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যারা ক্রীড়া চর্চা করে তারা লেখাপড়ায়ও ভালো করে। শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি উৎসাহ বাড়াতে হবে এবং শিক্ষার্থীদের অনিয়ন্ত্রিত ইলেক্টনিকস ডিভাইস ব্যবহার থেকে বিরত রাখতে শিক্ষকদের প্রতি আহবান জানান অতিথিরা। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চল উপপরিচালক মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা ও জেলা শিক্ষা অফিসার এস, এম, ছায়েদুর রহমান। খুলনা বিভাগের ১০ জেলার বাছাই করা শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button