স্থানীয় সংবাদ

আপীলে মনোনয়ন ফিরে পেলেন স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মিঠু

খুলনা-৩ আসন :

স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী এস,এম, আরিফুর রহমান মিঠু অবশেষে মনোনয়ন ফিরে পেয়েছেন। নির্বাচন কমিশনে আপীল করে আইনী প্রক্রিয়ার মাধ্যমে তিনি মনোনয়ন ফিরে পেলেন।
নির্বাচন কমিশন থেকে প্রেরিত একপত্রে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে রিটানিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলাদেশের বিরুদ্ধে সংক্ষুদ্ধ পক্ষ কর্তৃক নির্বাচন কমিশনে গত ৫ থেকে ৯ জানুয়ারি আপীল দায়েরের দিন ধার্য ছিলো। উক্ত তারিখে দায়েরকৃত আপিল আবেদনের মধ্যে গত শুক্রবার (১৬ জানুয়ারি) ৪৮১৫১০নং আপিলসহ পেন্ডিং থাকা ১৩টি আপিলের মধ্যে শুনানী গ্রহণ করে নির্বাচন কমিশন ১৮টি আপিল আবেদন মঞ্জুর করেন। দায়েরকৃত আপিল মঞ্জুর হওয়ায় প্রার্থীদের প্রার্থীতা যথারীতি বহাল থাকবে। এই আদেশে খুলনা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী এসএম আরিফুর রহমান মিঠু তার মনোনয়ন ফিরে পেয়েছেন।
এদিকে মনোনয়ন ফিরে পাওয়ায় সন্তোষ প্রকাশ করে এস,এম, আরিফুর রহমান মিঠু বলেন, তিনি দীর্ঘ বছর ধরে খুলনা-৩ আসনের মাটি-মানুষের সঙ্গে মিশে আছেন। সেখানকার মানুষের সুখে-দুঃখে তিনি পাশে থাকেন। ফলে কোন রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রার্থী না হয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দল-মত নির্বিশেষে মানুষ তাকে সমর্থন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button