লোহাগড়ায় এক যুবককে বিদেশি অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেফতার

মোঃ নাজমুল হক, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি ঃ নড়াইল লোহাগড়ায় যৌথবাহিনীর অভিযানে লিমন শিকদার (৩৫) নামের এক যুবককে বিদেশি অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেফতার করেছে। এলাকাবাসীর সূত্রে জানা যায় ১৭ জানুয়ারি শনিবার মধ্যরাত থেকে ১৯ জানুয়ারি রোববার ভোর রাত পর্যন্ত ইতনা গ্রামে নড়াইল সেনা ক্যাম্প ও লোহাগড়া থানা পুলিশ মিলে যৌথ অভ্যিান পরিচালনা করে। উক্ত অভিযানে ইতনা গ্রামের পশ্চিমপাড়া নিবাসী লিমন শিকদার, পিতা আনোয়ার হোসেনে শিকদারকে বিদেশি পিস্তল গুলি ও মাদকসহ গ্রেফতার করা হয়। অভিযুক্ত লিমন শিকদার দীর্ঘ ১১ বছর যাবৎ মালয়েশিয়া ছিলেন। সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিশ্চিত হয় যে, লিমন শিকদার ও রিয়াজ শিকদার নামে আপন দুই সহোদর সন্ত্রাসী কর্যক্রম পরিচালনার উদ্দেশ্যে তাদের বাড়িতে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র মজুদ করে রেখেছে। এমন তথ্যের ভিত্তিতে আনুমানিক রাত ১২ টায় সেনাবাহিনীর একটি বিশেষ দল ও লোহাগড়া থানা পুলিশ অভিযুক্তদের বাড়িতে অভিযান চালায়। যৌথবাহিনীর অভিযানের খবর পেয়ে লিমন শিকদার ও রিয়াজ শিকদার পালিয়ে যায়।
পরে অভিযুক্তদের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি ৭২ দশমিক ৬২ মিলিমিটারের পিস্তল, পিস্তলের ম্যাগাজিন, এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এছাড়া বিদেশি মদ, বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রহমান বলেন, অভিযুক্তকে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরন করা হয়েছে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে নিয়মিত যৌথ অভিযান পরিচালিত হচ্ছে ।



