সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

# দিনভর দিঘলিয়ায় আজিজুল বারী হেলাল #
দিঘলিয়া প্রতিনিধিঃ
১৮ জানুয়ারি রবিবার সাবেক প্রধানমন্ত্রী বিএনপির সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও স্মরণ সভা দিঘলিয়া উপজেলার কাটানিপাড়ায় অনুষ্ঠিত হয়। বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা-৪ আসনের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলাল। সভায় সভাপতিত্ব করেন সৈয়দ গোলাম আলী। প্রধান অতিথির বক্তব্যে আজিজুল বারী হেলাল বলেন এখন বিকেল যা এখন পর্যন্ত বিকেলের দিকে যাচ্ছে। এই সেনহাটির কাটানি পাড়া গ্রাম। এখানে আপনারা উপস্থিত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনার জন্য। সমস্ত রাজনৈতিক দল বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন। আমরা দোয়া করবো আল্লাহ যেনো পরকালেও তাকে সন্মানিত করেন। আপনারা দেখেছেন জুলাই অভ্যুত্থানের মাধ্যমে একটি পরিবর্তন হয়েছে বাংলাদেশের। আগামী ১২ ফেব্রুয়ারিতে জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আমাদের নেতা কে হবে, যিনি নেতা হবেন তার সক্ষমতা থাকতে হবে দিঘলিয়ার উন্নয়ন উৎপাদন ভালো কাজ করতে পারে। সন্ত্রাস চাঁদাবাজ মাদক সমাজের শিকড় থেকে উৎপাটন করতে হবে। আপনারা জানেন আমরা প্রশাসনের কাছে বলেছি অপরাধী যেই হোক যে দলের হোক তাকে বিচারের আওতায় আনতে হবে। আমরা ন্যায্যতার ভিত্তিতে বেগম খালেদা জিয়ার রেখে যাওয়া বিধবা ভাতা, বয়স্ক ভাতা, রেশন, দশম শ্রেণি পর্যন্ত স্কুলের বেতন ফ্রি করেছিলেন, আপনারা জানেন প্রথম নারী ও শিশু মন্ত্রণালয় চালু করেন বেগম খালেদা জিয়া। এবার আমাদের দল বিএনপি সরকার গঠন করলে আমরা নতুন করে পারিবারিক কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড বাংলাদেশের প্রতিটি পরিবারের নিকট পর্যায়ক্রমে সকলের নিকট এবং প্রথম বছরে ৫০ লাখ করে প্রতিটি কার্ড দেওয়া হবে। সমাজে ন্যায্যতা প্রতিষ্ঠা করতে হবে। এখানে কাউকে একক ক্ষমতা দেওয়া হবেনা। সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক দলের সমন্বয় করা হবে এবং আমি নিজেও দেখভাল করবো। আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করবো। আগামী ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হবে। আপনারা সেখানে সবাই অংশ নিবেন যে যার স্থান থেকে কাজ করবেন।
আজিজুল বারী হেলালের বক্তব্য শেষে দোয়া করা হয়। সন্ধ্যা সাড়ে ছয়টায় ব্রহ্মগাতীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা করা হয়। বিএনপির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল সেখানেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলি জুলু, অধ্যাপক মনিরুল হক বাবুল, উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক আব্দুর রকিব মল্লিক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রনু, মহিলা দলের সভানেত্রী সেতারা সুলতানা, মোজাম্মেল শরিফ, নাজমুল মোল্লা, মনির মোল্লা, বিল্লাল মোল্লা, গাজী জাকির হোসেন, আবুল কালাম আজাদ, শেখ মসলেম উদ্দিন, খন্দকার ফারুক হোসেন, রেজাউল ইসলাম রেজা, মোঃ রয়েল, হাসিবুর রহমান সাদ্দাম, কুদরতি ইলাহি স্পিকার, আব্দুল কাদের জনি, মনিরুল গাজী, টুটুল, হিমেল গাজী, মেহেদী, এস এম মেহেদী হাসানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।



