যারা হুমকি-ধামকি দিয়ে নির্বাচনে জিততে চায় তাদেরকে আওয়ামী লীগের মতো পরিণতি ভোগ করতে হবে : অধ্যাপক মাহফুজুর রহমান

# খালিশপুর থানাধীন চিত্রালী বাজারসহ বিভিন্ন স্থানে উঠান বৈঠক #
স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী আমীর খুলনা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, ‘শেখ হাসিনা হুমকি দিয়েছিল, শেষ পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখনো যারা হুমকি-ধামকি দিয়ে নির্বাচনে জিততে চায় তাদের একই পরিণতি ভোগ করতে হবে। আমরা এসেছি মানুষের হৃদয় জয় করতে ও ভালোবাসা অর্জন করতে।’ তিনি বলেন, ‘যারা ভোট কেন্দ্র দখলের স্বপ্ন দেখছে, তাদের জানিয়ে দেইÍআমাদের মা-বোনেরা জুতা হাতে কেন্দ্র পাহারা দেবে। ইসলামের শাসনেই মানুষ নিরাপদ। অতীতে হিন্দু সম্প্রদায় জামায়াতকে নিরাপদ ভেবে ভোট দিয়েছে। ইসলামই প্রকৃত নিরাপত্তা ও ন্যায় প্রতিষ্ঠা করতে পারে।’ রোববার (১৮ জানুয়ারি) দিনব্যাপী খালিশপুর থানাধীন ১০নং ওয়ার্ডের চিত্রালী বাজারসহ বিভিন্ন স্থানে উঠান বৈঠক গনসংযোগকালে তিনি এ সব কথা বলেন।
এ সময় তার সঙ্গে ইসলামী ছাত্রশিবিরের খুলনা মহানগরী সভাপতি আরাফাত হোসেন মিলন, খালিশপুর থানা আমীর মাওলানা আব্দুল্লাহ আল মামুন শেখ, ১০নং ওয়ার্ড আমীর গাজী দেলোয়ার, বি এল কলেজের সাবেক ভিপি জাহাঙ্গীর কবির, সাবেক ছাত্রনেতা মুনসুর আলম চৌধুরী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা মহানগরী সহ সভাপতি এস এম মাহফুজুর রহমান, আরিফ বিল্লাহ, আল কাওছার আমীন, এডভোকেট সাঈদুর রহমান, বেবি জামান, বিপ্লব হোসেন বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।
দেশ পরিচালনায় জামায়াতের দক্ষতার কথা উল্লেখ করে অধ্যাপক মাহফুজুর রহমান আরওও বলেন, ‘আমাদের মন্ত্রীরা তিনটি মন্ত্রণালয় পরিচালনা করেছেন, কিন্তু দুই টাকার দুর্নীতিও প্রমাণ করতে পারেনি কেউ। যেমনভাবে দেশের বিশ্ববিদ্যালয়গুলো ইসলামী ছাত্রশিবিরের কাছে নিরাপদ মনে হয়, তেমনি দেশটিও জামায়াতের হাতে সবচেয়ে নিরাপদ থাকবে।’ তিনি বলেন, ‘হুমকি-ধমকি দিয়ে জমি-ঘর দখল করা যায়, কিন্তু মানুষের ভালোবাসা দখল করা যায় না। তারা মাঠ দখল করবে আর আমরা মানুষের হৃদয় দখল করব। এছাড়া যত হুমকি আসবে, তত আমাদের শক্তি বাড়বেÍবিজয় আরো নিশ্চিত হবে ইনশাআল্লাহ।’



