স্থানীয় সংবাদ

নজরুল ইসলাম মঞ্জুর নির্বাচন পরিচালনায় ১৮টি উপ-কমিটি গঠন

# খুলনা-২ আসনে বিএনপি’র প্রার্থী #

স্টাফ রিপোর্টার ঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর নির্বাচনী কার্যক্রম পরিচালনা করার জন্য সোমবার (১৯ জানুয়ারি) ১৮টি উপ-কমিটি গঠন করা হয়েছে। এছাড়া নির্বাচন পরিচালনা জন্য সোনাডাঙ্গা থানার ৭টি ওয়ার্ডে কমিটি গঠন করা হয়েছে।
কমিটিগুলোর মধ্যে সাংগঠনিক উপ-কমিটি : মাসুদ পারভেজ বাবুকে আহবায়ক, শরিফুল ইসলাম বাবুকে সদস্য সচিব এবং তাজিম বিশ^াস, জি এম তারেক ও সজিব তালুকদারকে যুগ্ম-আহবায়ক করে সাংগঠনিক উপ-কমিটি গঠন করা হয়েছে।
ব্যবস্থাপনা উপ-কমিটি : শের আলম সান্টুকে আহবায়ক, আব্দুল আজিজ সুমনকে সদস্য সচিব ও শামিম আশরাফকে যুগ্ম আহ্বায়ক করে ব্যবস্থাপনা উপ-কমিটি গঠন করা হয়েছে।
গণসংযোগ উপ-কমিটি : হাসানুর রশিদ মিরাজকে আহবায়ক, কামরান হাসানকে সদস্য সচিব, রিয়াজুর রহমান ও আল আমিন তালুকদার প্রিন্সকে যুগ্ম আহবায়ক করে গণ সংযোগ উপ-কমিটি গঠন করা হয়েছে।
প্রচার উপ-কমিটি : একরামুল হক হেলালকে আহবায়ক, ইকবাল হোসেনকে সদস্য সচিব, নিয়াজ আহম্মেদ তুহিন ও মোহাম্মাদ আলীকে যুগ্ম আহবায়ক করে প্রচার উপ-কমিটি গঠন করা হয়েছে।
যোগাযোগ উপ-কমিটি : কাজী মো. রাশেদকে আহবায়ক, হাফিজুর রহমান মনিকে সদস্য সচিব, আব্দুল্লাহ আল মামুন ও শরিফুল ইসলাম সাগরকে যুগ্ম আহবায়ক করে যোগাযোগ উপ- কমিটি গঠন করা হয়েছে।
সভা সমাবেশ আয়োজক উপ-কমিটি : তরিকুল ইসলাম জহিরকে আহবায়ক, আব্দুর রাজ্জাককে সদস্য সচিব, মিজান্জ্জুামান তাজ ও ফিরোজ আহম্মেদকে যুগ্ম আহবায়ক করে সভা সমাবেশ আয়োজক উপ- কমিটি গঠন করা হয়েছে।
প্রকাশনা উপ-কমিটি : ইউসুফ হারুন মজনুকে আহবায়ক, নাছির উদ্দিনকে সদস্য সচিব, মাহাবুব হোসেন, সাইমুন ইসলাম রাজ্জাক ও সিরাজুল ইসলাম বাবলুকে যুগ্ম আহবায়ক করে প্রকাশনা উপ-কমিটি গঠন করা হয়েছে।
শৃংঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক উপ-কমিটি : মাহাবুব হাসান পিয়ারুকে আহবায়ক, ইশতিয়াক আহম্মেদ ইস্তিকে সদস্য সচিব ও মাসুদ খান বাদলকে যুগ্ম আহবায়ক করে শৃংঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক উপ-কমিটি গঠন করা হয়েছে।
ছাত্র বিষয়ক সেল : সৈয়দ ইমরানকে আহবায়ক ও রাজিবুল আলম বাপ্পিকে সদস্য সচিব করে ছাত্র বিষয়ক সেল গঠন করা হয়েছে।
শ্রমিক বিষয়ক সেল : মজিবুর রহমানকে আহবায়ক, খাইরুল ইসলাম লালকে সদস্য সচিব, শফিকুল ইসলাম শফি, আলমগীর হোসেন আলম ও শামিম খানকে যুগ্ম আহবায়ক করে শ্রমিক বিষয়ক সেল গঠন করা হয়েছে।
মহিলা বিষয়ক সেল : সৈয়দা নারগিস আলীকে আহবায়ক, মিসেস রেহানা আক্তারকে সদস্য সচিব, আজিজা খানম এলিজা, এ্যাড. হালিমা খাতুন ও মাজেদা খাতুনকে যুগ্ম আহবায়ক করে মহিলা বিষয়ক সেল গঠন করা হয়েছে।
পোলিং এজেন্ট প্রশিক্ষণ উপ-কমিটি : এ এইচ এম মেহেদী হাসান দিপুকে আহবায়ক, এ্যাড. ওমর ফারুক বনিকে সদস্য সচিব, রবিউল ইসলাম বিপ্লব, মুসফিকুর রহমান ওভি ও রিফাত পারভেজ রাফিকে যুগ্ম আহবায়ক করে পোলিং এজেন্ট প্রশিক্ষণ উপ-কমিটি গঠন করা হয়েছে।
আইন সহায়তা উপ-কমিটি : এ্যাড. আব্দুল্লাহ হোসেন বাচ্চু, এ্যাড. আকরাম হোসেন, এ্যাড. মনজুর আহম্মেদকে উপদেষ্টা, এ্যাড. গোলাম মওলাকে আহবায়ক, এ্যাড. আসাদুল আলমকে সদস্য সচিব, এ্যাড. মাসুদুর রহমান ও এ্যাড. রফিকুল ইসলামকে যুগ্ম আহবায়ক করে আইন সহায়তা উপ-কমিটি গঠন করা হয়েছে।
স্বাস্থসেবা উপ-কমিটি : ডা: আকরামুজ্জামানকে উপদেষ্টা, আবু সালেহ মোহাম্মাদ পলাশকে আহবায়ক ও ডাঃ এনামুল কবিরকে যুগ্ম আহবায়ক করে স্বাস্থসেবা উপ-কমিটি গঠন করা হয়েছে।
দপ্তর উপ-কমিটি : শামস্জ্জুামান চঞ্চলকে আহবায়ক ও শরিফুল ইসলাম টিপুকে সদস্য সচিব করে দপ্তর উপ-কমিটি গঠন করা হয়েছে।
এছাড়া আনোয়ার হোসেন, মহিবুজ্জামান কচি ও মোস্তফা কামালকে প্রার্থীর-সহযোগী, মোঃ মিলনকে ম্যানেজার, ফরহাদ হোসেন ও কাশফিয়াকে সদস্য করে সোশ্যাল মিডিয়া এবং আল জামাল ভূইয়াকে সমন্বয়ক, মোল্লা মারুফ রশিদ, এ্যাডঃ হাফিজুর রহমান ও আজিজুর রহমান আজিজকে সদস্য করে বিএনপির নির্বাচনী পরিকল্পনা প্রচার সেল গঠন করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button