সবাই দলমত নির্বিশেষে মিলেমিশে দেশের উন্নয়নে কাজ করবো- : দৌলতপুরে রকিবুল ইসলাম বকুল

স্টাফ রিপোর্টার : দৌলতপুরে সুশীল সমাজ কর্তৃক আয়োজিত মতবিনিময় সভা সোমবার বিকালে ৫ নং ওয়ার্ড কমিউনিটি সেন্টার অডিটরিয়াম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপির মনোনীত খুলনা ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ও ছাত্র বিষয়ক সম্পাদক বিএনপির কেন্দ্রীয় কমিটির আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল। প্রধান অতিথির বক্তৃতায় আলহাজ রকিবুল ইসলাম বকুল বলেন,খুলনা সিটি কর্পোরেশনের খালিশপুর,দৌলতপুর ও খানজাহানআলী থানার সব থেকে বেশি অবহেলিত। এ অঞ্চলে আধুনিক হাসপাতাল,স্কুল কলেজ,মসজিদ মাদ্রাসা,কলকারখানা ও আইটি ভেন্যু তৈরি করতে হবে। আর এর মাধ্যমেই দক্ষ জনশক্তি তৈরি হবে।দক্ষ জনশক্তি তৈরি হলেই আমাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আমাদেরকে নতুন নতুন ইনস্টিটিউশন তৈরি করতে হবে। জনগণের সরকার,জনগণের নির্বাচিত সরকার নির্বাচিত করতে পারলেই দেশ ও জাতির উন্নয়ন হবে। তিনি আরো বলেন, ভোটারকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে। একটি ভোটের অনেক মূল্য।ভোটের অধিকার এমনি এমনি আসেনি,অনেক রক্তের বিনিময়ে এ ভোট। তাই অত্যন্ত মূল্যবান এই ভোট টাকার বিনিময়ে বিক্রি করে দিবেন না। একটি দল বেহেস্তের টিকিট বিক্রি করছে। ঘরের দ্বারে দ্বারে গিয়ে কোরআন শরীফ ও বেস্তের টিকিট দিয়ে ভোট চাইবে। আবার কেউ টাকার বিনিময়ে ভোট কিনতে চাইবে। আপনি বুঝে শুনে ভোট প্রদান করবেন। যার মাধ্যমে শক্তিশালী সরকার ও শক্তিশালী নেতৃত্ব তৈরি হবে। যারা কেন্দ্র থেকে এলাকার উন্নয়নে কাজ করতে পারবে। এ অঞ্চলের মাটি ও মানুষের সাথে যার সম্পর্ক। আমার ভোট আমি দেব,বুঝে শুনে যোগ্য ব্যক্তিকে দিব। ১২ তারিখ আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এ দেশের উন্নয়নে কাকে ভোট দিবেন। বিএনপি প্রতিহিংসার রাজনীতি পছন্দ করেনা।আমাদের চেয়ারম্যান তারেক রহমান বলেছেন কোন হানাহানি নয়। সবাই দল মত নির্বিশেষে মিলেমিশে দেশের উন্নয়নে কাজ করবো। শান্তির রাজনীতি করতে চাই বিভিন্ন মতের বিভিন্ন পদের মানুষ থাকবে সবাই মিলেমিশেই দেশের উন্নয়নে কাজ করব। দৌলতপুর রেল স্টেশন উন্নয়নের কাজ করবেন। এ অঞ্চলের রাস্তাঘাট ও যাতায়েত ব্যবস্থার উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন এ্যাড মাসুদ হোসেন রনি,আড়ংঘাটা ইউনিয়নের চেয়ারম্যান এস এম ফরিদ আক্তার, বিশিষ্ট সমাজসেবক খান জাহাঙ্গীর হোসেন,দৌলতপুর দিবা-নৈশ কলেজের সাবেক অধ্যক্ষ সাকেরা বানু, দৌলতপুর ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কবির হোসেন কবু মোল্লা, খুলনা মহানগর জাসাস আহবায়ক র্ইঞ্জিনিয়ার নুর ইসলাম বাচ্চু,বাপুস খুলনা জেলার সভাপতি মোহাম্মাদ আলমগীর,৫নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর এস এম হুমায়ুন কবির,মোঃ খয়বার হোসেন,আশুতোষ সাধু,প্রাক্তন অফ-নি ব্যাংক কর্মকর্তা শেখ আব্দুল মান্নান,গাজী আসিফুল হক অনি, প্রেস ইউনিয়নের (রেজি নং-১১৫৫) সিনিঃ সহ-সভাপতি দেলোয়ার হোসেন,জুলাই কন্যা তাসফিয়া জান্নাতসহ এ অঞ্চলের সকল পেশাজীবী সংগঠন ও সুধী জন।অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মোঃ শহীদুল ইসলাম সাঈদ।



