স্থানীয় সংবাদ
কেডিএ’র সচিব বদিউজ্জামানকে অবশেষে বদলী

স্টাফ রিপোর্টার ঃ
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)’র সচিব মোঃ বদিউজ্জামানকে কেডিএ থেকে বদলী করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রেষণ শাখার পত্র নং ০৫.০০.০০০০.১৩২.১৯.০০৩.২৬-৬৯, তাং ১৮ জানুয়ারি ২০২৬ অনুসারে তাকে পরিচালক বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষে বদলী করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল হায়াত মোঃ রফিক স্বাক্ষরিত আদেশক্রমে তাকে উক্ত মন্ত্রণালয়ে বদলী করা হয়েছে। আওয়ামী সরকারের তাবেদার হিসেবে তার নামে বিভিন্ন মহলের অভিযোগ ছিল দীর্ঘদিনের। তার বদলীতে কেডিএ’র কর্মকর্তা কর্মচারি ও কেডিএ থেকে সেবা গ্রহণকারীদের মধ্যে এক প্রকার স্বস্তি ফিরে এসেছে।



