দেশের মানুষের মুখে হাসি ফোটাতে আজীবন লড়াই করেছেন শহীদ জিয়া- আলি আসগার লবি

স্টাফ রিপোর্টার ঃ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের আপামর জনসাধারণের কাছে অত্যন্ত আস্থাশীল নেতা হিসেবে ছিলেন। তাঁর জন্য শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে দোয়া করছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তিনি দেশকে ভালোবাসতেন বলেই জীবন দিয়ে দেশের মানুষের কল্যাণ চেয়েছন। তার আদর্শে অনুপ্রাণিত হয়ে তার সহধর্মিনী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া জেল-জুলুম নির্যাতনের পরেও দেশের স্বার্থ রক্ষায় ভয়কে জয় করেছেন কিন্তু বিদেশে পালিয়ে যান নাই, যাওয়ার চেষ্টাও করেন নাই। সাবেক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন উপলক্ষে এবং প্রধানমন্ত্রী বেগম জিয়ার রূহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি খুলনা ৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলী আসগরলবি একথা বলেন।
গতকাল সোমবার ডুমুরিয়া সদরে বিএনপি অফিসে শহীদ প্রেসিডেন্ট জিয়ার জন্মদিন উপলক্ষে বিকেল ৪টায় বিএনপিসহ অঙ্গসহযোগী সংগঠন আয়োজিত দোয়া মাহফিলে এ কথা বলেন। তিনি বলেন, শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া চেয়েছিলেন বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটুক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চেয়েছিলেন মানুষ যেন ডাল-ভাত খেয়ে শান্তিতে বসবাস করতে পারে, বেকার যুবক-যুবতীরা যেন কর্মসংস্থান পায়, সাধারণ মানুষ যেন স্বাস্থ্য সেবা পায় এবং কৃষকরা যেন ন্যায্য অধিকার পায়। তিনি আরও বলেন, আমাদের নেত্রী যে আদর্শ, নীতি ও দেশের জন্য যে চিন্তাভাবনা রেখে গেছেন, তা আগামী দিনে তারেক রহমান সেই আদর্শ বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ। তিনি রাষ্ট্র গঠনের পরিকল্পনা গ্রহণ করেছেন, আমি বিশ্বাস করি আপনাদের জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে এই অঞ্চলের উন্নয়নে আমৃত্যু কাজ করে যাবো।
এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের আহবায়ক ইবাদুল হক রুবায়েদ, বিএনপি নেতা গাজী তফসির আহমেদ, আমিনুর রহমান, মমিনুর রহমান নয়ন, আব্দুল্লাহেল কাফি সখা, আমিরুল ইসলাম হালদার, আব্দুল মজিদ জর্দার, আলমগীর আলম, শাহীন, আলতাফ মাহমুদ, বদিয়ার রহমান, আব্দুল গফুর, রফিকুল ইসলাম, সেলিম হালদার, আব্দুল হালিম, রোজিনা পারভিন, নাজমা বেগম, জোসনা খাতুন, আতিয়ার রহমান, অরুন বাবু, আব্দুল গনি, পঙ্কজ মন্ডল প্রমুখ।



