স্থানীয় সংবাদ

আচরণবিধি লঙ্ঘন করে সুনীল শুভ রায়ের নির্বাচনী ইশতেহার ঘোষণা

স্টাফ রিপোর্টার ঃ নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ আসনে সম্মিলিত জাতীয় জোট প্রার্থী সুনীল শুভ রায় ১২ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন। মঙ্গলবার দুপুরে খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি ইশতেহার ঘোষণা করেন। আচরণবিধিতে সুস্পষ্ট উল্লেখ করা হয়েছে, প্রার্থীরা প্রতীক বরাদ্দের দিন রিটার্নিং অফিসারের উপস্থিতিতে ইশতেহার ঘোষণা করতে পারবেন। রিটার্নিং অফিসার বলেছেন, কোনও বৈধ প্রার্থীর প্রতীক বরাদ্দের আগে ইশতেহার ঘোষণা আচরণবিধি লঙ্ঘন। নির্বাচনি আচরণবিধির ২৪নং পয়েন্টে উল্লেখ করা হয়েছে, নির্বাচনি ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালনের ঘোষণা। প্রতীক বরাদ্দের পর পারস্পারিক সম্প্রীতি ও সৌহার্দপূর্ণ পরিবেশে নির্বাচনি প্রচারণার উদ্দেশ্যে রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসার একই মঞ্চে সব প্রার্থীদের উপস্থিতিতে তাহাদের নির্বাচনি ইশতেহার পাঠ এবং আচরণবিধি প্রতিপালনের ঘোষণা প্রদানের ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। এ বিষয়ে খুলনা-১ আসনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আ স ম জামসেদ খোন্দকার বলেন, ‘প্রতীক বরাদ্দের আগে ইশতেহার ঘোষণা আচরণবিধিমালা লঙ্ঘন। কেউ যদি প্রতীক বরাদ্দের আগে ইশতেহার ঘোষণা করেন তাহলে তিনি আচরণবিধি পড়েননি বা জানেন না। কেউ এ নিয়ে অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। নয়তো, নিউজ প্রকাশ হলে তাকে ডেকে এনে আচরণবিধি শিখিয়ে দেওয়া হতে পারে।’ খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের বলেন, ‘আচরণবিধিমালায় বলা হয়েছে প্রতীক বরাদ্দের আগে কেউ নির্বাচনি প্রচার করতে পারবেন না। ইশতেহার ঘোষণাও নির্বাচনি প্রচার।’ এ বিষয়ে সুনীল শুভ রায় বলেন, ‘প্রতিনিয়তই প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করছেন। আমরা কেউই কারও নামে অভিযোগ করছি না। এ ঘোষণা প্রতীক বরাদ্দের দিন পত্রিকায় আসবে।’ তিনি এর মাধ্যমে নির্বাচনি কোনও প্রচার করেননি বলে জানান। জাতীয় পার্টির প্রভাবশালী নেতা সুনীল শুভ রায় এবার বাংলাদেশ ইসলামী ফ্রন্টের হয়ে ‘মোমবাতি’ প্রতীক নিয়ে খুলনা-১ আসনে (দাকোপ-বটিয়াঘাটা) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button