স্থানীয় সংবাদ

নাগরিক ফোরাম কেন্দ্রিয় কমিটির নেতৃবৃন্দ দৈনিক খুলনাঞ্চলে

স্টাফ রিপোর্টার ঃ নগর ও নগরীর নাগরিকদের সার্বিক উন্নয়নে নাগরিক ফোরাম, খুলনা কার্যকর ভূমিকা রাখবে, এমন আশাবাদ ব্যক্ত করেছেন দৈনিক খুলনাঞ্চলের সম্পাদক ও খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলটন। মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় খুলনাঞ্চল কার্যালয়ে নাগরিক ফোরাম, খুলনা নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি আরও বলেন, একটি আধুনিক ও বাসযোগ্য নগর গড়ে তুলতে নাগরিক সচেতনতা, সুশাসন ও জবাবদিহি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে নাগরিক ফোরাম, খুলনার মতো সংগঠনগুলো নগরবাসীর পক্ষে কথা বলবে এবং উন্নয়নমূলক কর্মকা-ে গঠনমূলক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। মিজানুর রহমান মিলটন বলেন, খুলনার নাগরিকরা দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা, যানজট, পরিবেশ দূষণ, নাগরিক সেবা ঘাটতি ও অব্যবস্থাপনার মতো নানা সমস্যার মুখোমুখি। এসব সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ ও সমাধানের পথ সুগম করতে নাগরিক ফোরাম কার্যকর সেতুবন্ধন হিসেবে কাজ করতে পারে। তিনি আশা প্রকাশ করেন, নাগরিক ফোরাম, খুলনা দল-মত নির্বিশেষে নগর উন্নয়ন ও নাগরিক স্বার্থকে অগ্রাধিকার দিয়ে দায়িত্বশীল ও বাস্তবভিত্তিক কর্মসূচি গ্রহণ করবে। এতে করে খুলনা নগরী একটি পরিকল্পিত, পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহরে রূপান্তরিত হবে বলে তিনি মনে করেন। নেতৃবৃন্দ আগামী ২৪ জানুয়ারি নাগরিক উৎসবে খুলনাঞ্চলের সম্পাদক ও খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলটনকে আমন্ত্রণ জানান এবং দাওয়াতপত্র প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, নাগরিক ফোরাম কেন্দ্রিয় মহাসচিব এস এম ইকবাল হাসান তুহিন, কো-চেয়ারম্যান আবু তাহের, যুগ্ম-মহাসচিব মাহবুবুল হক, সাংঠনিক সচিব শাকিল আহমেদ, দপ্তর সচিব আল মামুন বাদল, ক্রীড়া সচিব এম এ জলিল, পরিবেশ সচিব জিএম মঈন উদ্দিন, প্রচার ও প্রকাশনা সচিব মেজবাহউল ইসলাম ও সহ-প্রচার ও প্রকাশনা সচিব ইরাক আলী।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button