স্থানীয় সংবাদ

খালিশপুরে ওব্যাট জুনিয়র হাই স্কুল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন

স্টাফ রিপোর্টার ঃ ওব্যাট জুনিয়র হাই স্কুল, খালিশপুর, খুলনার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল অত্যন্ত উৎসাহ, শৃঙ্খলা ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে শারীরিক সক্ষমতা বৃদ্ধি, দলগত সহযোগিতা, ক্রীড়াসুলভ মনোভাব এবং নৈতিক মূল্যবোধ গড়ে তোলা। অনুষ্ঠানটি সকাল বেলায় উদ্বোধনী অধিবেশনের মাধ্যমে শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ এর অধ্যক্ষ,ফারুক ই আজম মোহাম্মদ আব্দুস সালাম। তাঁর অনুপ্রেরণামূলক বক্তব্য শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক শক্তি অর্জনে উৎসাহিত করে।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহজাহান, বঙ্গবাসী সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন, বঙ্গবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষিকা সাবিনা ইয়াসমিন, সোহেল মাল্লিক,মো. জামালউদ্দিন,মো. শামসুল হক,মো. কালিম,মো. জাহাঙ্গীর,এছাড়াও আরও অনেক গণ্যমান্য অতিথি উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে এমন একটি অর্থবহ ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীদের শৃঙ্খলা ও নেতৃত্ব গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। তাঁদের মূল্যবান উপস্থিতি ও উৎসাহব্যঞ্জক বক্তব্য শিক্ষার্থীদের ব্যাপকভাবে অনুপ্রাণিত করে। শিক্ষার্থীরা দৌড় প্রতিযোগিতা, ফুল তোলা, চেয়ার বসা, বালিশ নিক্ষেপসহ বিভিন্ন ঐতিহ্যবাহী খেলায় উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে। পুরো মাঠ জুড়ে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের আনন্দ, উচ্ছ্বাস ও করতালিতে মুখরিত ছিল। বিকেলে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এ পর্বের প্রধান অতিথি ছিলেন সহকারী থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।আল-আমিন, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেনÑ ন্যাশনাল স্কুল প্রধান শিক্ষক,এ. বি. এম. আজাদ, বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়, যা তাদের মেধা, পরিশ্রম ও ক্রীড়াসুলভ মনোভাবের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. হুমায়ুন কবির। তিনি সকল সম্মানিত অতিথি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আয়োজকদের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button