গিলাতলায় বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক এর মূত্যু

স্টাফ রিপোর্টার ঃ খুলনার ফুলতলা উপজেলার আটরা গিলাতলা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিএনপির একটি দোয়া অনুষ্ঠানে বক্তব্য দেয়ার কিছুক্ষণ পরেই দোয়া অনুষ্ঠান চলাকালীন সময় হৃদযন্ত্রে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ নং ওয়ার্ড বিএনপি’র নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক শাহ জামাল মোল্লা । গত ১৯ জানুয়ারি সন্ধ্যায় স্থানীয় বিএনপি অফিসের পাশে অনুষ্ঠানে তার অসুস্থ হওয়া ঘটনা ঘটে। এরপর দ্রুত তাকে খুলনা সিটি মেডিকেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব সাইফুল্লাহ তারেক বক্তব্য দেয়ার পর আহবায়ক শাহ জামাল মোল্লা বক্তব্য দেন এরপর দোয়া অনুষ্ঠান শুরু হয় দোয়া অনুষ্ঠানের মধ্যেই তিনি স্টোক করেন। মঙ্গলবার সকাল ১১ টায় নিজ বাড়ির পাশে জানাজা শেষে গিলাতলা আবাসিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। মূত্যকালে তিনি ২ সন্তান ৩ কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।জানাজার নামাজে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপি’র সাবেক সহ সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল হোসেন, জেলা বিএনপির সদস্য এস এ রহমান বাবুল ,খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান , বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলার সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস , ফুলতলা সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ আকরাম হোসেন , আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপি সভাপতি শেখ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন খোকা, সাংগঠনিক সম্পাদক শেখ আনোয়ার হোসেন, আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম ইউনিয়ন বিএনপি’র নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব রফিকুল ইসলাম শুকুর ,থানা বিএনপির সদস্য শেখ জিয়াউর রহমান ,,ইউপি সদস্য হাফেজ গোলাম মোস্তফা , যুবদল নেতা মোল্লা সোলায়মান হোসেন, সাইফুল্লাহ তারেক, শিরোমনি বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক শাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন হোসেন , খানজাহান আলী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুম বিল্লাহ , ছাত্রদল নেতা সাইফুল্লাহ তাজিম , ইমরান হোসেন সহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



