স্থানীয় সংবাদ

সাম্য-মানবিক মর্যাদা-সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কমিউনিস্টদের লড়াইয়ে রাজপথে ও নির্বাচনের মাঠে একসাথেই থাকতে হবে

# সিপিবি’র পল্টন হত্যাকা- দিবসে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড কাফি রতন #

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড আব্দুল্লাহ আল কাফি রতন বলেছেন, কমিউনিস্টরা উপমহাদেশে একশত বছর ধরে গণমানুষের দাবী নিয়ে লড়াই সংগ্রাম করে আসছে। এমন কোনো ন্যায়সঙ্গত লড়াই হয়নি যেখানে কমিউনিস্ট পার্টি ছিল না। এখন আমাদের সামনে প্রধান কাজ হচ্ছে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা বাস্তবায়ন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, সেইজন্য যেমন করে রাজপথে সোচ্চার থাকতে হবে, তেমনি নির্বাচনের মাঠে লড়াই করতে হবে। ২০ জানুয়ারী ’২০ বটিয়াঘাটা বাজার ও পল্টন শহীদ স্মৃতিস্তম্ভে পৃথক দু’টি সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড আব্দুল্লাহ আল কাফি রতন এইসব কথা বলেন। ২০২০ সালে ২০ জানুয়ারী সিপিবি’র পল্টন ময়দানে সমাবেশে বোমা হামলায় শহীদ হন বটিয়াঘাটা কৃষকনেতা হিমাংশু ম-ল, দাদা ম্যাচ ফ্যাক্টরির শ্রমিক আব্দুল মজিদ, বিএল কলেজের ছাত্রনেতা বিপ্রদাশ রায়, ঢাকার লতিফ বাওয়ানী জুট মিলের আবুল হাসেম ও মোক্তার হোসেন। পল্টন হত্যাকা- দিবস উপলক্ষে বটিয়াঘাটা বাজারে বেলা ১২ টায় ও ৪টায় পল্টন শহীদ স্মৃতিস্তম্ভে সমাবেশ অনুষ্ঠিত হয়। সিপিবি বটিয়াঘাটা উপজেলা সভাপতি কমরেড আশোক সরকারের সভাপতিত্বে সমাবেশে কমরেড কাফি রতন ছাড়াও বক্তব্য রাখেন খুলনা জেলা সভাপতি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য কমরেড এস এ রশীদ, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড ডা. মনোজ দাশ, জেলা সাধারণ সম্পাদক কমরেড শেখ আব্দুল হান্নান, সহকারী সাধারণ সম্পাদক কমরেড মোঃ হুমায়ুন কবির, জেলা সম্পাদকম-লীর সদস্য খুলনা-৫ আসনের প্রার্থী কমরেড এ্যাড. চিত্ত রঞ্জন গোলদার, কমরেড গাজী আফজাল হোসেন, কমরেড আব্দুল হালিম, জেলা কমিটির সদস্য খুলনা-১ আসনের প্রার্থী কমরেড কিশোর কুমার রায়, সাবেক জেলা সাধারণ সম্পাদক কমরেড এ্যাড. রুহুল আমিন, কমরেড সুখেন রায়, কমরেড মিজানুর রহমান বাবু, বীর মুক্তিযোদ্ধা কমরেড কিংসুক রায়, কমরেড এ্যাড. নিত্যানন্দ ঢালী, কমরেড তোফাজ্জল হোসেন, কমরেড পূর্ণেন্দু বিশ্বাস, কমরেড পলাশ দাস, কমরেড এস এম চন্দন, কমরেড বিশ্বজিৎ মন্ডল, কমরেড মোস্তাফিজুর রহমান রাসেল, কমরেড পার্টির প্রবীণ নেতা বটিয়াঘাটা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান কমরেড নিতাই গাইন, বীর মুক্তিযোদ্ধা কমরেড নিতাই পাল, পার্টি নেতা প্রধান শিক্ষক স্বপন মহালদার, মৃত্যুঞ্জয় গোলদার, সমীরণ রায়, রিয়াজুর রহমান, আব্দুর রহমান মোল্লা, সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, তাপস রায়, মুকুল হালদার, মোঃ আনছার আলী, প্রভাষ মন্ডল, এ্যাড. হোমায়ারা পলি, গীতা দত্ত, গৌতম বড়ুয়া, গোবিন্দ মন্ডল, সুশান্ত মন্ডল, জয়ন্ত গোলদার, উত্তম রপ্তান প্রমুখ।
সমাবেশপূর্ব একটি মিছিল বটিয়াঘাটা বাজার প্রদক্ষিণ করে। অপরদিকে বিকেল ৪টায় বসুরাবাদ গ্রামে পল্টন শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ ও স্মৃতিস্তম্ভ পাদদেশে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button