খুলনার ৬ আসনে প্রতিদ্বন্দ্বি মোট প্রার্থী ৩৮

# জামায়াত ও খেলাফত মজলিসের
# ৫ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার #
স্টাফ রিপোর্টার ঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৩৮ জন প্রার্থী। গতকাল (মঙ্গলবার) মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে ৫ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় সর্ব শেষ প্রার্থীর সংখ্যা ৩৮ জনে দাড়িয়েছে।
এর মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের ২জন, খেলাফত মজলিসের ২ জন এবং জামায়াতের ১ জন। বর্তমানে খুলনার ৬টি আসনে বৈধ প্রার্থী রয়েছেন ৩৮ জন। খুলনার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আ. স. ম. জামসেদ খোন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন। প্রত্যাহারকারী প্রার্থীরা হলেন- খুলনা-১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের ফিরোজুল ইসলাম ও খুলনা-৫ আসনের আবদুল কাইউম জমাদ্দার, খুলনা-২ আসনে খেলাফত মজলিসের অ্যাড. শহিদুল ইসলাম ও খুলনা-৩ আসনের এফ এম হারুনুর রশীদ এবং খুলনা-৪ আসনে জামায়াতের প্রার্থী মো. কবিরুল ইসলাম মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। প্রার্থীদের মধ্যে খুলনা ১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১২জন প্রার্থী। এরা হচ্ছেন, বিএনপির আমির এজাজ খান, জামায়াতে ইসলামীর কৃষ্ণ নন্দী, সম্মিলিত জাতীয় জোটের ইসলামি ফ্রন্টের সুনীল শুভ রায়, জাতীয় পার্টির মোঃ জাহাঙ্গীর হোসেন, কমিউনিস্ট পার্টির কিশোর কুমার রায়, ইসলামী আন্দোলনের মোঃ আবু সাঈদ, জেএসডির প্রসেনজিৎ দত্ত, মাইনরিটি জনতা পার্টির প্রবির গোপাল রায়, সম অধিকার পরিষদের শুভ্রত মন্ডল, গণ অধিকার পরিষদের জিএম রোকনুজ্জামান এবং স্বতন্ত্র প্রার্থী অচিন্ত কুমার মন্ডল ও গোবিন্দ হালদার। খুলনা ২ আসনে তিন প্রার্থী হলেন- বিএনপির নজরুল ইসলাম মঞ্জু, জামায়াতে ইসলামীর শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল ও ইসলামী আন্দোলনের আমানুল্লাহ। খুলনা-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০ জন। প্রার্থীরা হলেন, বিএনপির রকিবুল ইসলাম, জামায়াতে ইসলামীর মোহাম্মদ মাহফুজুর রহমান, ইসলামী আন্দোলনের মোঃ আব্দুল আউয়াল, বাসদের জনার্দন দত্ত, এনডিএমএর শেখ আরমান হোসেন, জাতীয় পার্টির মোঃ আব্দুল্লাহ আল মামুন, এবং স্বতন্ত্র এস এস আরিফুর রহমান মিঠু, মোঃ মুরাদ খান লিটন, মঈন মোহাম্মদ মায়াজ ও মোঃ আবুল হাসনাত সিদ্দিক।
খুলনা-৪ আসনের ৪ প্রার্থী হলেন, বিএনপির এসকে আজিজুল বারি, খেলাফত মজলিসের এস এম সাখাওয়াত হোসাইন, ইসলামী আন্দোলনের ইউনুছ আহম্মেদ সেখ ও স্বতন্ত্র প্রার্থী এস এম আজমল হোসেন।
খুলনা-৫ আসনের ৪ প্রতিদ্বন্দ্বি হলেন জামায়াতে ইসলামীর গোলাম পরওয়ার, বিএনপির মোহাম্মদ আলী আসগার, কমিউনিস্ট পার্টির চিত্তরঞ্জন গোলদার ও জাতীয় পার্টির শামিম আরা পারভিন (ইয়াসমীন)। খুলনা ৬ আসনের ৫ প্রার্থী হলেন, জামায়াতে ইসলামীর মোঃ আবুল কালাম আজাদ, বিএনপির এস এম মনিরুল হাসান(বাপ্পি), ইসলামি আন্দোলনের মোঃ আসাদুল্লাহ ফকির, কমিউনিস্ট পার্টির প্রশান্ত কুমার মন্ডল ও জাতীয় পার্টির মোঃ মোস্তফা কামাল জাহাঙ্গীর।
এদিকে, আজ বুধবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। আগামীকাল বৃহস্পতিবার থেকে প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন।



