স্থানীয় সংবাদ
মোংলায় বিদেশি মদ ও টাকাসহ নারী গ্রেপ্তার

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ মোংলা পৌর শহরের মাদ্রাসা রোড এলাকায় অভিযান চালিয়ে ১৮ বোতল বিদেশি মদ ও ২পিস ইয়াবা ও নগদ ৪২ হাজার টাকা সহ এক নারী মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে মোংলা থানা পুলিশ ও নৌবাহিনী। বিষয়টি নিশ্চিত করেন মোংলা থানার ওসি তদন্ত মানিক চন্দ্র গাইন। গ্রেপ্তার সাফিয়া বেগম (৫৬) মোঃ আব্দুর রহিমের স্ত্রী। বুধবার গভীর রাতে যৌথ অভিযান পরিচালনা করে মাদ্রাসা রোডের একটি বাড়ি থেকে ওই নারীকে গ্রেপ্তার করা হয়। মোংলা থানার (ওসি তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের মাদ্রাসা রোড এলাকার একটি বাড়ি তল্লাশি কওে ১৮ বোতল বিদেশী মদ ও ২টি ইয়াবা ও নগদ ৪২ হাজার টাকা ও ইয়াবা সেবনের সরঞ্জাম সহ সাফিয়া বেগমকে গ্রেপ্তার করা হয়। যৌথ অভিযান পরিচালনা করে মোংলা থানা পুলিশ ও নৌবাহিনী।



