যদি নেতা হিসেবে মেনে নেন আমার প্রতিটি রক্তকণা দিয়ে আপনাদের কল্যাণে কাজ করব- রূপসায় আজিজুল বারী হেলাল

রূপসা প্রতিনিধি : রূপসায় শ্রীফলতলা ইউনিয়নে ইট-ভাটা শ্রমিক ইউনিয়ন আয়োজিত পালের বাজার অফিস সংলগ্ন স্থানে বিএনপি’র সাবেক চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ২১ জানুয়ারি (বুধবার) দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-৪ ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপি’র তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল। প্রধান বক্তার বক্তৃতা করেন খুলনা-৬ ধানের শীষের প্রার্থী ও খুলনা জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী। এ অনুষ্ঠান বাবুর সভাপতিত্বে সঞ্চালন করেন নাসির ।কয়রা পাইকগাছা ইট-ভাটার শ্রমিকদের নিয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, আমরা খুলনা জেলার মানুষ। আমাদের জেলা বিএনপি’র সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী আজ কয়রা পাইকগাছায় ধানের শীষ প্রতীকে নির্বাচন করছে। আপনারা বাপ্পীর জন্য দোয়া করবেন। পালের বাজার দোয়া শেষে আলাইপুর ৩ নং ওয়ার্ডে ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আজিজুল বারী হেলাল বলেন, আমার প্রিয় আলাইপুর বাসী আসসালামু আলাইকুম।আপনারা আমার এলাকার মানুষ। আমি আইচগাতির সন্তান। আমি আপনাদের কারো ভাই, কারো সন্তান। আজৎআমরা এমন একজন মানুষের দোয়া করতে এসেছি, যিনি একজন সাবেক বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, যিনি বিএনপি’র চেয়ারপার্সন ছিলেন। অনেক রাজনৈতিক জয় পরাজয় নিয়ে তার জীবন আবর্তিত। নারীদের জন্য বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। তিনি প্রথম নারী ও শিশু মন্ত্রালয় চালূ করেন। মেয়েদের দশম শ্রেণি পর্যন্ত ফ্রি পড়াশোনা চালু করেন।প্রিয় আলাইপুর বাসী মাত্র কয়েকদিন বাকী নির্বাচনের, আপনারা আমাকে অপছন্দ করতে পারেন কিন্তু আপনারা ভোট কেন্দ্রে যাবেন। এখানে অনেক দল আছে তারাও নির্বাচনে প্রতিদ্বন্দীতা করবে। আপনারা এলাকার মানুষ কাউকে অসন্মান করবেন না।আমরা সবাই ভাই, আমাদের মতের পার্থক্য থাকতে পারে কিন্তু আমরা রূপসার বিষয় সবাই এক। আপনারা দেখেন বিএনপি চারবার সরকার গঠন করেছে। তারা বলতো সনাতনীরা বিএনপিকে ভোট দেয়না। আমি বলছি তাহলে বিএনপি চারবার সরকার গঠন করলো কিভাবে? এখন একটি দল সেই পালিয়ে যাওয়া দলের মতো ন্যারেটিভ এর রাজনীতি করছে।বিএনপি এগুলো করেনি বলেই মহান আল্লাহ তাকে সন্মানিত করেছেন। আমরা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি পরকালেও যেনো আল্লাহ তাকে সন্মানিত করেন।আমাদের শিক্ষা শেষে চাকরির ব্যবস্থা করতে হবে। ভোকেশনাল ট্রেনিং সেন্টার বেশি করে চালূ করতে হবে।, আমাদের সবার দেশ গঠনে সহযোগিতা করতে হবে।,আমরাই পারি নিজেকে পাল্টাতে। আমরা সবাই চেষ্টা করি মানবিক মানুষ হওয়ার জন্য। ইনশাআল্লাহ আপনারা যদি নেতা হিসেবে মেনে নেন তবে আমি কথা দিচ্ছি আমার প্রতিটি রক্তকণা দিয়ে আপনাদের কল্যাণে কাজ করব।গত ১৭ বছর যা হয়েছে আমি আল্লাহর রহমতে তা হতে দিবো না।আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি।
এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপি’র যুগ্ম- আহবায়ক খান জুলফিকার আলি জুলু,মোল্লা খায়রুল ইসলাম,জিএম কামরুজ্জামান টুকু,এনামুল হক সজল, সাবেক যুগ্ম- আহবায়ক মোস্তফা উল বারী লাভলু,রূপসা উপজেলা বিএনপি’র আহবায়ক মোল্যা সাইফুর রহমান, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আতাউর রহমান রুনু,উপজেলা বিএনপি’র সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, জেলা বিএনপির সদস্য মোল্যা এনামুল কবীর,কৃষক দলের সদস্য সচিব আবু সাঈদ, মো:মালেক,মিকাইল বিশ্বাস,কবির শেখ,কামরুল,আসলাম লস্কর,মুস্তাইন শেখ,পাপ্পু,তমিজ সহ ঘাট ভোগ ইউনিয়ন বিএনপি ও শ্রীফলতলা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা তাঁতিদলের সদস্য সচিব মাহমুদুল আলম লোটাস,রেজাউল ইসলাম রেজা, নয়ন মোড়ল,মো:রয়েল, সমাজসেবক শামীম আহম্মেদ জমাদ্দার, শেখ মোঃ আবু সাঈদ, শরিফুল ইসলাম বকুল, মো: জাহিদ শেখ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউল ইসলাম বিশ্বাস, জেলা যুবদল নেতা তানভির আহম্মেদ সুমন, নিয়াম মল্লিক, শাজাহান, নয়ন, মর্জিনা বেগম, মো: রাসেল শেখ প্রমুখ।



