স্থানীয় সংবাদ

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

খবর বিজ্ঞপ্তি ঃ ‘মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক’ আলোচনা সভা বুধবার দুপুরে খুলনা বয়রা হাজী ফয়েজ উদ্দিন উচ্চ বালিকা বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মোঃ মনজুর আলম। প্রধান অতিথি বলেন, মাদকাসক্তি একটি সামাজিক ব্যাধি। এর প্রসারতা নারী-পুরুষের মাঝে দিন দিন বেড়েই চলছে। সামাজিক আন্দোলনের মাধ্যমে এই ব্যাধি নির্মূল করা সম্ভব। শিক্ষার মাধ্যমে মানুষ তার কাক্সিক্ষত আচার আচরণের লক্ষ্যে পৌঁছাতে পারে। শিক্ষকরা আমাদের সন্তনদেরকে সুনির্দেশনার মাধ্যমে সঠিক শিক্ষা দান করে থাকেন। মাদকাসক্তি থেকে বের হয়ে আসাই একজন প্রকৃত শিক্ষিত ব্যক্তির পরিচয় বহন করে। এসময় আধুনিক ডিভাইস বিষয়ে প্রধান অতিথি বলেন, এটা মাদকের মতোই ভয়াবহ। আমাদের সন্তানেরা এই ডিভাইসের প্রতি দিনের পর দিন আসক্ত হয়ে পড়ছে, এর প্রভাবে কোমলমতি শিক্ষার্থীরা তাদের মনের সুকুমার বৃত্তি চর্চা থেকে ঝরে পড়ছে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আজকের কোমলমতী সন্তানরাই আগামীর ভবিষ্যৎ, তোমরাই গড়বে বাংলাদেশ। তোমাদের মননে, মেধায়, আচার-আচরণে শিক্ষার একটি ছাপ থাকবে, তাহলে মাদকাসক্তির ভয়াবহতা থেকে আগামীর ভবিষ্যতকে রক্ষা করা সম্ভব হবে। এতে প্রধান আলোচক ছিলেন খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো: আহসানুর রহমান। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, খুলনা এরিয়া প্রোগ্রাম কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার ফুলি সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো: মিজানুর রহমান, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক এস কে ইফতেখার মোহাম্মদ উমায়ের, শিশু ফাউন্ডেশনের পরিচালক এ্যাডভোকেট শেখ জাকিরুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এ্যাডভোকেসি এ্যান্ড চাইল্ড প্রোটেকশন কো-অর্ডিনেটর মোছাঃ বিউটি কুইন, হাজী ফয়েজ উদ্দিন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার বৈরাগী প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এ্যাডভোকেট শেখ অলিউল ইসলাম। খুলনা মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button