স্থানীয় সংবাদ

খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় বিএসটিআই’র ৪টি অভিযান

# মোবাইল কোর্ট ২টি ও সার্ভিল্যান্স অভিযান ২টি
# মামলা ৩টি ও জরিমানা ৩৭ হাজার টাকা #

স্টাফ রিপোর্টার : খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট বিএসটিআই’র ৪ টি অভিযান অনুষ্টিত হয়। ২টি মোবাইল কোটৃ ও ২টি সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়। ৩টি মামলা ও ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়। খুলনা বিএসটিআই বিভাগীয় অফিস এবং সাতক্ষীরা জেলা প্রশাসন সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালিত হয়। সাতক্ষীরা সদর সুলতানপুর মেসার্স বনানী স্টোর কসমেটিকস বিক্রয়কারী প্রতিষ্ঠানে বিএসটিআই’র ছাড়পত্র গ্রহণ ব্যতিত আমদানিকৃত বেবি শ্যাম্পু, ফেস ওয়াস, নিষিদ্ধ স্কিন ক্রিম বিক্রয় -বিতরণের দায়ে বিএসটিআই আইন-২০১৮ এর ৩১ ধারা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট পচিশ হাজার টাকা জরিমানা করেন। বিসমিল্লাহ অয়েল মিল, ইটাগাছা হাটের মোড়, সদর, সাতক্ষীরা-নামক প্রতিষ্ঠানকে ঘি পন্যের মোড়কে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯” এর ৩৭ ধারা অনুযায়ী বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সাত হাজার টাকা জরিমানা করেন। এবং সরিষার তেল পন্যের অনুকুলে সিএম লাইসেন্স গ্রহনের আবেদন করার জন্য ৭ দিনের সময় প্রদান করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: নাভিল হোসেন তামিম এর নেতৃত্বে বিএসটিআই খুলনার ফিল্ড অফিসার ( সিএম) মোঃ আব্দুল মান্নান ভ্রাম্যমান আদালতে দায়িত্ব পালন করেন । খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। ডুমুরিয়ার গুটুদিয়া মেসার্স এস বি ব্রিকস-২ ব্রিকস এর লাইসেন্স নবায়নের তাগাদা প্রদান। তেলিখালী মেসার্স এম আর ডি ব্রিকস ব্রিকস এর লাইসেন্স নবায়নের তাগাদা প্রদান। কুলটি মেসার্স জে.সি ব্রিকস লাইসেন্স নবায়নের তাগাদা প্রদান। খর্নিয়া মেসার্স জমাদ্দার ব্রিকস-২কে লাইসেন্স নবায়নের তাগাদা প্রদান।খর্নিয়া মেসার্স লুইন ব্রিকস, খর্নিয়াকে লাইসেন্স নবায়নের তাগাদা প্রদান,রুদুঘরা মেসার্স স্টোন ব্রিকসকে লাইসেন্স নবায়নের তাগাদা প্রদান, গুটুদিয়া পিসিএফ ফিড ইন্ডাস্ট্রিজকে পোল্ট্রি ফিড ও ফিস ফিড পণ্যের লাইসেন্স নবায়নের তাগাদা প্রদান, চক শৈলমারী মেসার্স জমাদ্দার ব্রিকসকে লাইসেন্স গ্রহণের তাগাদা প্রদান, মেসার্স নর্থ খুলনা ব্রিকস-৩ কে বকেয়া লাইসেন্স ফি পরিশোধের তাগাদা প্রদান,কানাইডাঙ্গা মেসার্স নর্থ খুলনা ব্রিকস-৪ কে বকেয়া লাইসেন্স ফি পরিশোধের তাগাদা প্রদান,তেলিখালী মেসার্স এস.কে.এস ব্রিকসকে বকেয়া লাইসেন্স ফি পরিশোধের তাগাদা প্রদান,ডুমুরিয়া বাজার সাতক্ষীরা ঘোষ ডেয়ারিকে ফার্মেন্টেড মিল্ক পণ্যের বকেয়া লাইসেন্স ফি পরিশোধের তাগাদা প্রদান,কানাইডাঙ্গা সেতু ব্রিকসকে এবং বরাদিয়া সেতু ব্রিকস-৪ এর হালনাগাদ লাইসেন্স পাওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করা হয়। অভিযান সহকারী পরিচালক (সিএম) মনির হোসেন ও ফিল্ড অফিসার (সিএম) প্রকৌঃ মোঃ মাহমুদুল হাসান রানা এর সমন্বয়ে গঠিত একটি টিম কর্তৃক পরিচালিত হয়। জ্বালানি তেলের ভেজাল রোধ এবং মান ও পরিমাপ যাচাইয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) কর্তৃক গঠিত কমিটি-১১, বিএসটিআই বিভাগীয় অফিস, খুলনা এবং বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস এন্ড পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের খুলনা জেলার প্রতিনিধি এর সমন্বয়ে গঠিত একটি টিম কর্তৃক খুলনা জেলার বিভিন্ন ফিলিং স্টেশন সরেজমিনে পরিদর্শনপূর্বক তাদের ব্যবহৃত ডিজেল, ওকটেন ও পেট্রোল ডিসপেন্সিং ইউনিট এর পরিমাপ যাচাই করা হয় এবং যথাযথ মান যাচাইয়ের জন্য নমুনা সংগ্রহ করে আনা হয়। অভিযানে জিরো পয়েন্ট মেসার্স শিকদার ফিলিং স্টেশন, জিরো পয়েন্ট, খুলনা জিরো পয়েন্ট মেসার্স মারিয়া ফিলিং স্টেশন, খুলনা সিটি বাইপাস মেসার্স আকন ফিলিং স্টেশন, গাবতলা আটরা শিল্প এলাকা মেসার্স মীম ফিলিং স্টেশন, গিলাতলা মেসার্স এস কে ফিলিং স্টেশন, গিলাতলা ব্যবহৃত পেট্রোল, ডিজেল ও অকটেন ডিসপেন্সিং ইউনিট এর পরিমাপ সঠিক পাওয়া যায়। খুলনার দৌলতপুর রেলিগেট মেসার্স এলিট পেট্রোল সাপ্লাই কোং এর ব্যবহৃত পেট্রোল, ডিজেল ও অকটেন ডিসপেন্সিং ইউনিট এর পরিমাপ সঠিক পাওয়া যায়। অভিযানে খুলনা বিএসটিআই ফিল্ড অফিসার (সিএম) ;মো: তারিকুল ইসলাম সুমন, এবং পরিদর্শক (মেট্রোলজি) মো: বায়েজীদ বোস্তামী অংশগ্রহণ করেন। বাগেরহাট জেলার কচুয়া উপজেলায় ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮’ এর আওতায় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। বাগেরহাট কচুয়া মায়ের দোয়া ডিজিটাল স্কেল- কে বৈধ ভেরিফিকেশন সনদ ব্যতীত ৬০ মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন একটি ওয়েব্রীজ ব্যবহারের অপরাধে ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮’ এর ৩২/৪৮ ধারা অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আসিফ হায়দার এর নেতৃত্বে প্রসিকিউটর হিসেবে পরিদর্শক (মেট্রোলজি) হাফিজুর রহমান দায়িত্ব পালন করেন। জনস্বার্থে খুলনা বিভাগীয় অফিস বিএসটিআই এধরনের কার্যক্রম চলমান থাকবে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button