রূপসায় ১০ দলীয় জোটের প্রার্থীর পক্ষে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার ঃ খুলনা-৪ আসনে ১০ দলীয় সমর্থিত দেওয়াল ঘড়ির প্রার্থী মাওলানা সাখাওয়াত হোসাইন এর সাথে ১০ দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় রূপসা উপজেলার কাজদিয়াস্থ প্রার্থীর নিজ বাসভবনে এ সভার আয়োজন করা হয়। খুলনা জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদকমাওলানা আব্দুল্লাহ জোবায়ের ও রূপসা উপজেলা জামায়াতে ইসলামির সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ ইমনের সঞ্চালনায়, সভায় বক্তৃতা করেন, খুলনা জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইমরান হোসাইন, জেলা জামায়াত ইসলামির সাধারণ সম্পাদক মাওলানা মুন্সি মিজানুর রহমান, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা কবিরুল ইসলাম, খুলনা মহানগর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা শরিফ সাইদুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মাওলানা নাজিম উদ্দিন, জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক হাফেজ শহিদুল ইসলাম, খুলনা জেলা এনসিপি’র প্রধান সমন্বয়কারী মাহমুদুল হাসান ফয়জুল্লাহ, রূপসা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা লাবিবুল ইসলাম, তেরখাদা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাফিজুর রহমান, তেরখাদা উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আখতারুজ্জামান, রূপসা উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা রবিউল ইসলাম, জেলা খেলাফত মজলিসের সহ সভাপতি মাওলানা সালাহউদ্দিন। এ-সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা আবুল হাসান, মাওলানা নাহিদুজ্জামান, মুফতি মাহফুজুর রহমান, মুফতি সাদিকুর রহমান, মুফতি আনিসুর রহমান, ক্বারী মিজানুর রহমান, মাওলানা রহমাতুল্লাহ, মোহাম্মদ জাকারিয়া, ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন, মাওলানা মুজাহিদুর রহমান, মাওলানা রিকাবুল ইসলাম, মাওলানা ইকবাল হুসাইন, মাওলানা আজমল হোসাইন, এনসিপি নেতা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, মোঃ ফাহাদ, মোহাম্মদ আবুল হাসনাত, আব্দুল কাদের, মোহাম্মদ মোহাম্মাদুল্লাহ হাফেজি।



