“মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক” আলোচনা সভা

# মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও ওয়ার্ল্ড ভিশন অব বাংলাদেশের যৌথ উদ্যোগে #
খবর বিজ্ঞপ্তি ঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, খুলনা বিভাগ ও ওয়ার্ল্ড ভিশন অব বাংলাদেশ খুলনার যৌথ উদ্যোগে “মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক” আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় হাজী ফয়েজ উদ্দিন উচ্চ বালিকা বিদ্যালয়” খুলনার অডিটোরিয়ামে ফুলি সরকার, সিনিয়র ম্যানেজার, ওয়ার্ল্ড ভিশন অব বাংলাদেশ খুলনার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও খুলনা জেলা পরিষদের প্রশাসক আবু সায়েদ মোঃ মনজুর আলম। উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন, কেসিসি সচিব আরিফুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, খুলনা অঞ্চল এর উপ-পরিচালক মোঃ কামরুজ্জামান। উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর খুলনা বিভাগ এর অতিরিক্ত পরিচালক মোঃ আহসানুর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয় খুলনার উপ-পরিচালক এস কে ইফতেখার মোহাম্মদ উমায়ের, খুলনা শিশু ফাউন্ডেশনের পরিচালক এ্যাডভোকেট শেখ জাকিরুল ইসলাম (ভিপি জাকির), সোনাডাঙ্গা মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম। এছাড়া, উক্ত অনুষ্ঠানে সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা ও খুলনার সনামধণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



