স্থানীয় সংবাদ

বাগেরহাটের ৪টি আসনে ২৩ প্রার্থীর প্রতিক বরাদ্দ

৩টি আসনে ঘোড়া প্রতিক নিয়ে একাই লড়ছেন হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী এমএএইচ সেলিম

# ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ #

আজাদুল হক, বাগেরহাট ঃ বাগেরহাটের ৪টি আসনে ২৩ জন প্রার্থীর মধ্যে বুধবার আনুষ্ঠানিকভাবে প্রতিক বরাদ্দ করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। এর মধ্যে ৩টি আসনেই সাবেক এমপি বিএনপি নেতা এমএএইচ সেলিম একাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতিক পেয়েছেন। বাগেরহাট-১ আসনে দুই স্বতন্ত্র প্রার্থীসহ ৮ জনের মাঝে প্রতিক বরাদ্দ করা হয়েছে। এই আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ এইচ সেলিম ঘোড়া এবং জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ মাসুদ রানা ফুটবল প্রতিক পেয়েছেন। বাগেরহাট-২ ও ৩ আসনেও এমএ এইচ সেলিম ঘোড়া প্রতিক নিয়েছেন। এছাড়া বিএনপির প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল, জামায়াতের মাওলানা মশিউর রহমান খান, বাংলাদেশ মুসলিম লীগ মনোনতী প্রার্থী আবু সবুর শেখ, এবি পার্টি মনোনতী প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম, জাতীয় পার্টি-জেপি‘র স, ম, গোলাম সরোয়ার, মুসলিম লীগের এমডি শামসুল হকের মাঝে আনুষ্ঠানিকভাবে তাদের দলীয় প্রতিক বরাদ্দ করা হয়েছে। বাগেরহাট-২ আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার শেখ মোহাম্মাদ জাকির হোসেন, জামায়াতের শেখ মঞ্জুরুল হক রাহাদ, ও ইসলামী আন্দোলন বাংলাদেশের অ্যাডঃ আতিয়ার রহমানের মাঝে তাদের দলীয় প্রতিক বরাদ্দ করা হয়েছে। বাগেরহাট-৩ আসনে বিএনপির প্রার্থী ড. শেখ ফরিদুল ইসলাম, জামায়াতের অ্যাডঃ আব্দুল ওয়াদুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের জিল্লুর রহমান, জাতীয় সমাজ তান্ত্রিক দল-জেএসডির মোঃ হাবিবুর রহমান মাস্টারের মাঝে তাদের দলীয় প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে। বাগেরহাট-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন পেয়েছেন হরিণ প্রতিক। এছাড়া এই আসনে বিএনপির প্রার্থী সোমনাথ দে, জামায়াতের অধ্যক্ষ আব্দুল আলিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের ওমর ফারুক, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির মোঃ আঃ লতিফ খান, জাতীয় পার্টি-জেপি‘র সাজন কুমার মিস্ত্রির মাঝে তাদের দলীয় প্রতিক বরাদ্দ করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা তাদের পছন্দ অনুযায়ী প্রতিক বরাদ্দ পেয়েছেন। বাগেরহাটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা গোলাম মোঃ বাতেন বলেন, মনোনয়ন পত্র প্রত্যাহার শেষে বাগেরহাটে ২৩ জন বৈধ প্রার্থী ছিলেন। আমরা নির্ধারিত দিন এসব প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ করেছি। আশাকরি সকলের সহযোগিতায় অবাধ ও সুষ্ঠ নির্বাচন সম্পন্ন করতে পারব। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেনের সভাপতিত্বে প্রতিক বরাদ্দের সময় পুলিশ সুপার মোহাম্মাদ হাছান চৌধুরী, জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আবু আনছার, বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রার্থী ও তাদের সমর্থকরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button