স্থানীয় সংবাদ

দিঘলিয়ায় ১০ম শ্রেণির ছাত্রীর আতœহত্যার প্ররোচনায় এক যুবক গ্রেপ্তার

দিঘলিয়া প্রতিনিধি ঃ খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের লাখোহাটি গ্রামের সরদারপাড়ায় রহিমা খাতুন (১৫) নামে এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে হারুন সরদারের কন্যা এবং দশম শ্রেণির ছাত্রী।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের লাখোহাটি সরদার পাড়ার বাসিন্দা রহিমা খাতুন বুধবার (২১ জানুয়ারি) দুপুরে স্কুল ছুটি শেষে বাড়িতে আসে এবং দুপুর ২ টার দিকে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে।
রহিমার বাবা ঘরে প্রবেশ করে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করলে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে আসে। পরে তাকে দ্রুত নিচে নামিয়ে স্থানীয় এক চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে আরও জানা গেছে, রহিমা খাতুনের পাশের মহল্লার বাসিন্দা বোরহান মুন্সির পুত্র সাগর মুন্সির (২২) সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। পরে রহিমা জানতে পারে, সাগরের সঙ্গে আরও এক মেয়ের প্রেমের সম্পর্ক রয়েছে। বিষয়টি জানার পর রহিমা তাকে ওই সম্পর্ক থেকে সরে আসতে অনুরোধ করলে সাগর তা অস্বীকার করে এবং বিভিন্নভাবে রহিমাকে ব্ল্যাকমেইল করতে থাকে। এসব মানসিক চাপ সহ্য করতে না পেরে রহিমা আত্মহত্যার পথ বেছে নেয় বলে অভিযোগ পরিবারের।
খবর পেয়ে দিঘলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাগর মুন্সিকে গ্রেপ্তার করে। পরে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয় এবং ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় দিঘলিয়া থানায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button