স্থানীয় সংবাদ

সাতক্ষীরার ৪টি আসনে ২০ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

সাতক্ষীরা প্রতিনিধি ঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি সংসদীয় আসনের ২০ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ প্রতীক বরাদ্দ কার্যক্রম সম্পন্ন হয়।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে মনোনয়নপত্র বৈধ হয়েছিল ২৩ জন জন প্রার্থীর। এর মধ্যে তিনজন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করায় চূড়ান্তভাবে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে। দলীয় প্রার্থীরা নিজ নিজ দলীয় প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী তাদের পছন্দের প্রতীক পেয়েছেন।
চারটি আসনের ২০ জন প্রার্থী যেসব প্রতিক পেয়েছেন সেগুলো হলো, সাতক্ষীরা-১ আসনে ৫ জন প্রার্থীর মাঝে প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে। তারা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব পেয়েছেন ধানেরশীষ প্রতিক, জামায়াতের মোঃ ইজ্জত উল্লাহ পেয়েছেন দাড়িপাল্লা প্রতিক, ইসলামি আন্দোলনের শেখ মোঃ রেজাউল ইসলাম পেয়েছেন হাতপাখা প্রতিক, জাতীয় পার্টির জিয়াউর রহমান পেয়েছেন লাঙ্গল প্রতিক এবং বাংলাদেশ কংগ্রেসের ইয়ারুল ইসলাম পেয়েছেন ডাব প্রতিক।
সাতক্ষীরা-২ আসনেও ৫ জন প্রার্থী প্রতিক বরাদ্দ পেয়েছেন। তারা হলেন, বিএনপির প্রার্থী আব্দুর রউফ পেয়েছেন ধানেরশীষ প্রতিক, জামায়াতের মুহাদ্দিস আব্দুল খালেক পেয়েছেন দাড়িপাল্লা প্রতিক, জাতীয় পার্টির আশরাফুজ্জামান আশু পেয়েছেন লাঙ্গল প্রতিক, ইসলামী আন্দোলনের মুফতী রবিউল ইসলাম পেয়েছেন হাতপাখা এবং বাংলাদেশ জাসদের ইদ্রিস আলী পেয়েছেন মোটরগাড়ি (কার) প্রতিক।
সাতক্ষীরা-৩ আসনে ৬ জন প্রার্থী প্রতিক বরাদ্দ পেয়েছেন। তারা হলেন, বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দীন পেয়েছেন ধানেরশীষ প্রতিক, জামায়াতের হাফেজ রবিউল বাশার পেয়েছেন দাড়িপাল্লা, জাতীয় পার্টির আলিপ হোসেন পেয়েছেন লাঙ্গল প্রতিক, ইসলামী আন্দোলনের ওয়েজ কুরনী পেয়েছেন হাতপাখা প্রতিক। এছাড়া আলোচিত স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বিদ্রোহী হিসেবে পরিচিত ডা. শহিদুল আলম পেয়েছেন ফুটবল প্রতীক এবং বিএমজেপির রুবেল হোসেন পেয়েছেন রকেট প্রতিক।
সাতক্ষীরা-৪ আসনে ৪ জন প্রার্থী প্রতিক বরাদ্দ পেয়েছেন। তারা হলেন, বিএনপির ড. মুহাম্মদ মনিরুজ্জামান পেয়েছেন ধানেরশীন প্রতিক, জামায়াতের জিএম নজরুল ইসলাম পেয়েছেন দাড়িপাল্লা প্রতিক, জাতীয়পার্টির আব্দুর রশিদ পেয়েছেন লাঙ্গল প্রতিক এবং ইসলামী আন্দোলনের মোস্তফা আল মামুন পেয়েছেন হাতপাখা প্রতিক।
এদিকে, প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে জেলায় নির্বাচনী প্রচার-প্রচারণা আরও গতি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে এসময় প্রার্থী, তাদের প্রতিনিধি এবং জেলা নির্বাচন অফিসের উর্ধ্বতন কর্মকর্তাসহ সরকারী বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।
সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা রির্টানিং অফিসার মিজ আফরোজা আখতার এসময় প্রর্থীদের নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, এই নির্বাচন সাধারন নির্বাচন নয়, এই নির্বাচন জুলাই শহীদদের রক্ত দানের মাধ্যমে এ নির্বাচন। এই নির্বাচনে বাধাগ্রস্ত করলে, এই নির্বাচন নিয়ে অপপ্রচার করলে, এই নির্বাচন নিয়ে কোন ধরনের প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করলে তা কখনও হতে দেয়া হবেনা। জেলা প্রশাসনসহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী অত্যান্ত কঠোর অবস্থানে রয়েছে। আমরা জাতির সামনে একটি সুন্দর ও সুষ্ঠ নির্বাচন উপহার দিতে চাই। আমাদের একটাই লক্ষ্য সেটা হলো একটি সুষ্ঠু নির্বাচন। প্রার্থীরা নির্বাচন কমিশনের নির্ধারিত নিয়মের মধ্যে থেকে আজকের পর থেকেই নির্বাচনী প্রচার-প্রচারণা চালাতে পারবেন বলে তিনি আরো জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button