তরুণদের আধুনিক প্রযুক্তিতে প্রশিক্ষিত করে বেকারত্ব দূর করা হবে: রকিবুল ইসলাম বকুল

স্টাফ রিপোর্টার ঃ দেশের উন্নয়ন ও সমৃদ্ধির মূল কারিগর হলো তরুণ সমাজ। তাই তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়িয়ে, তাদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ সবল হিসেবে গড়ে তুলতে হবে। তরুণ প্রজন্মকে আধুনিক ও দক্ষ জনশক্তিতে রূপান্তর করা হবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল। বুধবার (২১ জানুয়ারি) আড়ংঘটা মাধ্যমিক বিদ্যালয় সেন্টারবাসী আয়োজিত বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা ৩ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল। রকিবুল ইসলাম বকুল তার বক্তব্যে শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। বর্তমানে শিক্ষিত বেকারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে যা উদ্বেগের বিষয়। এই বেকারত্ব দূর করতে এবং তরুণদের মাদক ও বিপথগামী হওয়া থেকে রক্ষা করতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা অও প্রশিক্ষণের ওপর জোর দিতে হবে। তিনি প্রতিশ্রুতি দেন যে, নির্বাচিত হলে তরুণদের আধুনিক প্রযুক্তিতে প্রশিক্ষিত করে তাদের জন্য দেশে ও বিদেশে সম্মানজনক চাকরির ব্যবস্থা করা হবে। তিনি আরও উল্লেখ করেন যে, তরুণরা যদি খেলাধুলা এবং আধুনিক প্রযুক্তি নিয়ে ব্যস্ত থাকে, তবে তারা মাদকের ভয়াল থাবা থেকে মুক্তি পাবে। দক্ষ জনশক্তি গড়ার মাধ্যমে খুলনা-৩ আসনকে একটি আধুনিক ও স্মার্ট জনপদ হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন। আড়ংঘাটা মাধ্যমিক বিদ্যালয় সেন্টারের আহবায়ক শেখ মনিরুল ইসলাম এর সভাপতিত্বে ও দৌলতপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতলেবুর রহমান মিতুল এর সার্বিক সহযোগিতায় দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শেখ সাদী, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, সাবেক ইমাম মাওলানা মো: মোদাচ্ছের হোসেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন সাবেক শিক্ষক দুলাল চন্দ্র সরদার, বিশিষ্ট সমাজ সেবক স ম সফিক, শেখ আবু তালেব, শেখ জাফর ইমাম সহ থানা ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া মাহফিলে স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।



