স্থানীয় সংবাদ

রাজনৈতিক প্রতিশ্রুতির নামে মানুষের ইমান নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে : বকুল

স্টাফ রিপোর্টার ঃ নির্বাচনের আগে একটি বিশেষ দল ভোটারদের কাছে নানা অবাস্তব অঙ্গীকার করছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল। রকিবুল ইসলাম বকুল বলেন , রাজনৈতিক দলগুলো ভোটের আগে এমন সব বিষয়ে প্রতিশ্রুতি দিচ্ছে যা মানুষের আয়ত্তে নেই এবং যার একক মালিকানা কেবল মহান আল্লাহর। তিনি একে কেবল রাজনৈতিক কৌশল হিসেবে নয় বরং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বড় ধরনের বিচ্যুতি হিসেবে দেখছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে নতুন রাস্তা মোড় থেকে খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানা বিএনপি’র আয়োজনে খুলনা-৩ আসনে ধানের শীষের লিফলেট বিতরণ ও প্রচারণার উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। রকিবুল ইসলাম বকুল আরও বলেন, যে সম্পদ বা ক্ষমতার প্রকৃত মালিক মানুষ নয়। কিন্তু তা দেওয়ার কথা বলা এক ধরনের মিথ্যাচার এবং মুসলমানদের জন্য শিরকের শামিল। যারা ভোটের আগেই এমন মিথ্যে প্রলোভন দেখিয়ে জনগণকে ধোঁকা দিচ্ছে। তারা নির্বাচিত হওয়ার পর জনগণের ওপর চরম জুলুম ও প্রতারণা চালাবে। বক্তব্যে তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, সাধারণ ধর্মপ্রাণ মানুষকে এভাবে বিভ্রান্ত করা কেবল রাজনৈতিক অনৈতিকতা নয় , বরং বড় ধরনের ধর্মীয় অবমাননা। আসন্ন নির্বাচনে এই ধরনের প্রতারক দলের হাত থেকে দেশকে রক্ষা করতে এবং নিজেদের ইমান ও অধিকার রক্ষায় সাধারণ মানুষকে সচেতন হওয়ার উদাত্ত আহ্বান জানান তিনি। নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ কর্মসূচিটি নগরীর নতুন রাস্তা মোড় থেকে শুরু হয়ে দৌলতপুর মোড় প্রদক্ষিণ করে খানজাহান আলী থানার সামনে গিয়ে শেষ হয়। এ সময় খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানা বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button