কুয়েটে গ্রেড-১৬তম কর্মচারীবৃন্দের “চাকুরীবিধি, শৃঙ্খলা ও আচরণবিধি” বিষয়ক মৌলিক প্রশিক্ষণ

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে বিশ্ববিদ্যালয়ে কর্মরত গ্রেড-১৬তম কর্মচারীবৃন্দের জন্য ‘চাকুরীবিধি, শৃঙ্খলা ও আচরণবিধি’ বিষয়ক দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২২ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে এই প্রশিক্ষণ প্রোগ্রামের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রোগ্রামের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “একটি প্রতিষ্ঠানের মূল চালিকাশক্তি হলো তার জনবল। কর্মচারীরা যদি তাদের চাকুরীবিধি ও সঠিক আচরণবিধি সম্পর্কে সচেতন থাকেন, তবেই বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য অর্জন সহজ হবে। পেশাগত দক্ষতা ও শৃঙ্খলা বজায় রাখা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব”। আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ হাসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে আলোচনা করেন কুয়েটের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ নূরুন্নবী মোল্লা এবং আইকিউএসি-র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ নূর কুতুবুল আলম। উক্ত প্রশিক্ষণ প্রোগ্রামে বিশ্ববিদ্যালয়ের ১৬তম গ্রেডের কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।



