স্থানীয় সংবাদ

গভঃ ল্যাবরেটরি হাই স্কুল খুলনাসহ তিনটি স্কুলের এসএসসি পরীক্ষা কেন্দ্র স্থগিত

# শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন মহলে ক্ষোভ ও সমালোচনা
# পুনঃবহল করা না হলে আন্দোলনের ইঙ্গিত দিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা

স্টাফ রিপোর্টার : ২০২৬ সালের আসন্ন এসএসসি পরীক্ষার সরকারি ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয় খুলনা, ( খুলনা-২২৪) আর আর এফ মাধ্যমিক বিদ্যালয়, খুলনা (আর আর এফ-৪৬৯) এবং খানাবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, খুলনা (খানাবাড়ী-৪৯৬) কেন্দ্র স্থগিত করা হয়েছে। বোর্ডের পরীক্ষা কমিটির সিদ্ধান্ত মোতবেক ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অধ্যক্ষ/প্রধান শিক্ষক আবেদন, জেলা প্রশাসকের সুপারিশ, পরীক্ষার্থীর সংখ্যা কমে যাওয়া এবং কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ পাওয়ায় কেন্দ্রসমূহ স্থগিত করা হয়েছে বলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোঃ আব্দুল মতিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়। একই সাথে তিনটা কেন্দ্র স্থগিত করে নতুন করে কেন্দ্রের অনুমোদন দেয়া হয়েছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ খানজাহান আলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়, ফুলবাড়ীগেট, খুলনাকে। তিনটি কেন্দ্র স্থগিত হওয়ায় বিদ্যালয়গুলোর শিক্ষক,শিক্ষার্থী, অভিভাবক সহ বিভিন্ন মহলে ব্যাপক ক্ষোভ ও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে । আন্দোলনের ইঙ্গিত দিয়েছে এই তিনটি সেন্টারের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকগণ। তাদের দাবি যশোর বোর্ডের স্থানীয় এক কর্মকর্তার ছেলের আবদার মেটাতে ক্ষমতার অপব্যবহার করে ওই কর্মকর্তার ছেলের স্কুলকে নতুন করে পরীক্ষার কেন্দ্র করতে এটি করা হয়েছে। আর এজন্য দীর্ঘদিন ধরে চলে আসা তিনটি পরীক্ষার কেন্দ্রকে ষড়যন্ত্রমূলকভাবে ভুল ও মিথ্যা বিভ্রান্তিকর তথ্য দিয়ে স্থগিত করা হয়েছে। এ বিষয়ে বিদ্যালয় গুলোর একাধিক শিক্ষার্থী, অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীরা বলেন, আগামী ২/১ দিনের মধ্যে কেন্দ্র গুলো পুনর্বহল করা না হলে যশোর বোর্ডের চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসীর সমন্বয় মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ সহ বিভিন্ন আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে একই সাথে ওই ষড়যন্ত্রকারীর কর্মকর্তার মুখোশ উন্মোচন করা হবে। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিদ্যালয়ের শিক্ষক জানান বোর্ডের একজন কর্মকর্তা মুঠোফোনে ফোন দিয়ে নতুন ঐ পরীক্ষার কেন্দ্রে বিভিন্ন স্কুলের শিক্ষকদেরকে তাদের পরীক্ষার্থী পাঠানোর আবেদনের জন্য চাপ প্রয়োগ করেন। যশোর শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, গত ১৯ জানুয়ারী যশোর শিক্ষাবোর্ড ২০২৬ সালের এসএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করে।ওই তালিকায় দেখা যায় সরকারি ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়, খুলনা,( খুলনা-২২৪)আর আর এফ মাধ্যমিক বিদ্যালয়, খুলনা(আর আর এফ-৪৬৯) এবং খানাবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, খুলনা(খানাবাড়ী-৪৯৬) কেন্দ্র স্থগিত করা হয়েছে । বোর্ডের পরীক্ষা কমিটির সিদ্ধান্ত মোতবেক ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অধ্যক্ষ/প্রধান শিক্ষক আবেদন, জেলা প্রশাসকের সুপারিশ, পরীক্ষার্থীর সংখ্যা কমে যাওয়া এবং কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ পাওয়ায় কেন্দ্রসমূহ স্থগিত করা হয়েছে বলে উল্লেখ করা হয়। কেন্দ্র স্থগিত হওয়ার প্রতিক্রিয়ায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবু হানিফ বলেন, ‘ঐতিহ্যবাহী এ স্কুলে ১৯৬৯ সাল থেকে সাব সেন্টার এবং ১৯৭২ সাল থেকে অদ্যাবধি পূর্ণাঙ্গ কেন্দ্র হিসেবে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এখনো পর্যন্ত অত্র কেন্দ্রের পরীক্ষা পরিপন্থী কোন কার্যক্রম কিংবা অপীতিকর কোন ঘটনা ঘটেনি। বোর্ডের নির্দেশিত যাবতীয় শর্তাবলী অনুসরণ করেই পরীক্ষা পরিচালিত হয়। প্রতিবছর পার্শ্ববর্তী পাঁচটি স্কুলের ছাত্র/ছাত্রীরা নিরাপদ এবং সুশৃঙ্খল পরিবেশে এখানে পরীক্ষা দিয়ে থাকে। কেন্দ্র স্থগিতের সংবাদে হতবাক হয়েছি। পরীক্ষার্থীর সংখ্যা কমে যাওয়া কিংবা কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ সংক্রান্ত এমন কোন ঘটনা বিগত দিনে এখানে ঘটেনি। সর্বশেষ ২০২৫ সালে অত্র কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩৯১ জন’। তিনি আরও বলেন, বিদ্যালয়ের ভগ্ন অবকাঠামোর অভিযোগ সঠিক নয়। তিন তলা নতুন ভবন রয়েছে। ৩২ শ্রেণিকক্ষে পর্যাপ্ত বেঞ্চ রয়েছে। সহস্রাধিক পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়ার সক্ষমতা আমাদের রয়েছে। এছাড়া প্রতিবছর সরকারিভাবে বিভিন্ন নিয়োগ পরীক্ষা সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ এবং সুনামের সাথে অনুষ্ঠিত হয়। কেন্দ্র স্থগিতের সংবাদে অভিভাবক, এলাকাবাসী ক্ষুব্ধ এবং হতাশ হয়েছে’। স্থগিত হওয়া খানাবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এ রহিম বলেন, ‘ইতিপূর্বে কেন্দ্র সম্পর্কে কোন অভিযোগ ছিল না। প্রতিবছর শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০২৫ সালে পরীক্ষা চলাকালীন শিক্ষা উপদেষ্টা বিদ্যালয়ের পার্শ্ববর্তী কুয়েটে নির্ধারিত প্রোগ্রাম শেষে পূর্ব ঘোষণা ছাড়া আকস্মিকভাবে স্কুলে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষা কেন্দ্রের প্রতিটি কক্ষ পরিদর্শন করে সামগ্রিক পরীক্ষা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। কিন্তু দুঃখের বিষয় তারপরেও কেন্দ্রটি কেন স্থগিত করা হলো বোধগম্য নয়! পার্শ্ববর্তী ৩ টি স্কুলের শিক্ষার্থীরা নিরাপদ এবং শান্ত পরিবেশে এ কেন্দ্রে পরীক্ষা দিয়ে থাকে। বর্তমানে কেডিএ খানজাহান আলী সরকারি মাধ্যমিক বিদ্যালয় নতুন কেন্দ্রের যে অনুমোদন দেওয়া হয়েছে ব্যস্ততম খুলনা-যশোর মহাসড়ক অতিক্রম করে ছেলে-মেয়েদের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। বিষয়টি নিয়ে অভিভাবকদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে’। কেন্দ্র স্থগিত হওয়া প্রসঙ্গে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. মোঃ কামরুজ্জামান বলেন, খুলনার ১১ টিসহ স্থগিত হওয়া কেন্দ্রগুলোর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, ছাত্র কমে যাওয়া, অবকাঠামগত সমস্যাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এ ছাড়া কেন্দ্রগুলো বাতিলের ব্যাপারে জেলা প্রশাসকেরও সুপারিশ রয়েছে। জেলা প্রশাসকের সুপারিশ এবং বোর্ডের পরীক্ষা কমিটির যৌথ সিদ্ধান্ত মোতাবেক কেন্দ্রগুলো স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া কেন্দ্রগুলোর ব্যাপারে সিদ্ধান্ত পুনর্বিবেচনার কোন সুযোগ নেই, তবে খুলনার সরকারি ল্যাবরেটরি হাই স্কুল একটি ঐতিহ্যবাহী স্কুল। দীর্ঘদিন ধরে সেখানে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্রটির স্থগিতাদেশ প্রত্যাহারের ব্যাপারে আমরা চেষ্টা করব’।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button