স্থানীয় সংবাদ

স্বাধীনতা বিরোধীরা লাল কার্ড দেখবে ১২ ফেব্রুয়ারি নির্বাচনে

# পাইকগাছার নির্বাচনী উঠান বৈঠকে মনিরুল হাসান বাপ্পী #

প্রেস বিজ্ঞপ্তি
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে বিএনপি মনোনীত ধানেরশীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এসএম মনিরুল হাসান বাপ্পী বলেছেন, যারা বাংলদেশ চাইনি; তাদের হাতে আমার মাতৃভূমি নিরাপদ নয়। ১৯৭১ সালের সেই স্বাধীনতা বিরোধী পরাজিত শক্তিকে ‘লালকার্ড’ দেখাতে হবে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে। ফ্যাসিবাদ ও মৌলবাদমুক্ত বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে ‘ধানেরশীষ’ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন। কথা দিচ্ছি, আমি আপনাদের সেবক হয়েই জীবনের সর্বস্ব উজাড় করে দেবো ইনশাআল¬াহ্। সুন্দরবনঘেঁষা কয়রা-পাইকগাছার অবহেলিত জনপদের বঞ্চিত মানুষগুলোর ভাগ্যোন্নয়ন করাই আমার ইবাদতের মতোই পবিত্র দায়িত্ব।
গতকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় পাইকগাছা উপজেলার চাঁদখালী ২নং ও ৬নং ওয়ার্ডে নির্বাচনী উঠান বৈঠকে ভোটারদের উদ্দেশ্যে ধানেরশীষ প্রতীকে ভোট প্রার্থনায় এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, বিএনপি অসম্প্রদায়িক, বৈষম্যহীন, ক্ষুধা-দারিদ্রমুক্ত স্বনির্ভর অত্যাধুনিক বাংলাদেশ গড়তে অঙ্গীকারাবদ্ধ। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী অবিসাংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নের মধ্যদিয়ে কয়রা-পাইকগাছায় নদী শাসন ব্যবস্থার মাধ্যমে টেকসই বেঁড়িবাঁধ নির্মাণ করা হবে। এ অঞ্চলের অসহায় মানুষগুলো দুঃখ-দুর্দশা দেখলে আমার মন কাঁদে। আমি চাই আমার জীবনের বিনিময়ে হলেও কয়রা-পাইকগাছাবাসীর জীবনযাত্রার মান শহরের নাগরিক সেবা নিশ্চিত হোক।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপি’র সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপি সদস্য সচিব এসএম ইমদাদুল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রী, উপজেলা কৃষকদলের সভাপতি মেছের আলী সানা, আসাদুজ্জামান ময়না, মোল্যা ইউনুস আলী, মো. নাজমুল হুদা মিন্টু, আব্দুর রহিম, আব্দুল মজিদ, রেহেনা পারভীন, এসএমএ বারী, লুৎফর সরদার, মো. সেলিম গাইন, জিল¬ুর রহমান গাইন, ইয়াছিন আলী, আয়ুব আলী, বাবু গাইন, জিনারুল ইসলাম, মোছাল উদ্দীন, আবু মুছা মালী, কুদ্দুস মাস্টার, মো. ইউনুস গাজী, হাফেজ আবু মুছা, মো. শেখ জিয়া, মো. আজব আলী, শাহিন খান, রবিউল ইসলাম, শেখ ইবাদুল ইসলাম, শেখ মিজানুর রহমান, ইসমাঈল মালী, রাজা শেখ, হাবিবুর রহমান জুয়েল, মিজানুর রহমান জুয়েল, মিজানুর রহমান কিনা, আব্দুল মজিদসহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, ওলামা দল ও ছাত্রদলের নেতারা।।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button