ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষণ দলের প্রবাহ কার্যালয় পরিদর্শন

স্টাফ রিপোর্টার ঃ ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষণ দলের দু’জন প্রতিনিধিসহ মোট ৩জন দৈনিক প্রবাহ কার্যালয় পরিদর্শন করেছেন। গতকাল (২২ জুন) সকালে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষণ (দীর্ঘমেয়াদে-খুলনাঞ্চল) দলের রিকার্ডা রামোস্কা ও এলিনা সাইমোনা সেরবান, দীর্ঘমেয়াদী পর্যবেক্ষক ও তাদের সাথে দোভাষী হিসেবে উপস্থিত ছিলেন ঊষা। তারা দৈনিক প্রবাহ সম্পাদক ও প্রকাশক আশরাফ-উল-হক এর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন এবং আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করেন। এসময় আরও উপস্থিত ছিলেন দৈনিক প্রবাহ’র নির্বাহী সম্পাদক ও সিইও এনামুল হক সাহেদ, বার্তা সম্পাদক মেহেদী মাসুদ খান। দীর্ঘ সময় আলাপচারিতা শেষে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক দলটি প্রবাহ কার্যালয়ের বিভিন্ন বিভাগ ঘুরে ঘুরে দেখেন এবং ভূয়সী প্রশংসা করেন। এরপর তারা রাজধানী ঢাকার পথে রওনা দেন।


