স্থানীয় সংবাদ

খুলনায় উৎসব-মুখর প্রচারণায় প্রার্থীরা

প্রতিশ্রুতির ফুলঝুরি

স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে শুরু হয়েছে। সারাদেশের মত খুলনার ৬টি আসনের প্রার্থীরাও প্রচারণা শুরু করেছেন। প্রচারণার প্রথম দিন থেকেই খুলনায় উৎসব মুখর পরিবেশ সৃস্টি হয়েছে। দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। মাইকিং ও প্রচারণায় সরগরম হয়ে উঠেছে খুলনার শহর ও গ্রামের জনপদ। তবে, অন্যান্য রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের তুলনায় বিএনপি এবং জামায়াতে ইসলামীর প্রার্থীরা প্রচারণায় এগিয়ে রয়েছেন।
মিয়া গোলাম পরওয়ার : খুলনা- ৫ আসনের (ডুমুরিয়া-ফুলতলা) প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ বৃহস্পতিবার সকালে ডুমুরিয়া উপজেলার ১ নম্বর ধামালিয়া ইউনিয়নে নির্বাচনী প্রচারণা শুরু করেন।
প্রচারণা শেষে আয়োজিত পথসভা ও উঠান বৈঠকে তিনি বলেন, দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে অভূতপূর্ব জনসমর্থন ও গণজাগরণ সৃষ্টি হয়েছে। তিনি দুর্নীতিমুক্ত সমাজ, সামাজিক ন্যায়বিচার, বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা, স্থিতিশীল রাজনীতি এবং ব্যবসা-বাণিজ্য ও শিল্পকারখানার জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করা হবে বলে প্রতিশ্রুতি দেন।
নজরুল ইসলাম মঞ্জু : খুলনা-২ আসনের (সদর-সোনাডাঙ্গা) বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু সকাল ১১টায় নগরীর ফেরিঘাট মোড় থেকে লিফলেট বিতরণের মাধ্যমে তিনি প্রচারণা শুরু করেন। প্রচারণাকালে তিনি খুলনার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে ভোট চান। এ সময় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দ-উল্লাস লক্ষ্য করা যায়। তিনি বলেন, বিগত স্বৈরাচারী শাসনামলে ভোটাররা সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। দীর্ঘদিন পর আসন্ন নির্বাচনে ভোটাররা শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে ভোট দিতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। প্রচারণাকালে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা এবং সাধারণ সম্পাদক এস এম শফিকুল আলম তুহিনসহ দলের নেতাকর্মীরা।
মাওলানা আবুল কালাম আজাদ : খুলনা-৬ আসনের (কয়রা-পাইকগাছা) দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদের নেতৃত্বে পাইকগাছা উপজেলার কপিলমুনি বাজারে গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গণমিছিলটি বাজারে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পথসভার মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশের প্রধান অতিথি সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেন, জনগণের ন্যায়ভিত্তিক রাষ্ট্র ও সুশাসন প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কয়রা ও পাইকগাছা উপজেলার সার্বিক উন্নয়ন, মানুষের মৌলিক অধিকার নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তিনি জনগণের সর্বাত্মক সহযোগিতা ও সমর্থন কামনা করেন। মাওলানা আবুল কালাম আজাদ বলেন, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল নির্বাচনী পরিবেশ বজায় রেখে জনগণের কাছে জামায়াতের আদর্শ ও কর্মসূচি পৌঁছে দিতে নেতা-কর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি জনগণের অধিকার আদায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জামায়াত প্রার্থীর পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান। পথসভা ও সমাবেশে নেতৃবৃন্দ শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে জনগণের কাছে জামায়াত প্রার্থীর বার্তা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
আজিজুল বারী হেলাল : খুলনা-৪ আসনের (রূপসা-তেরখাদা-দিঘলিয়া) বিএনপির প্রার্থী আজিজুল বারী হেলাল রুপসা উপজেলার আইসগাতি ইউনিয়নের সেনের বাজার থেকে গণসংযোগ কর্মসূচি শুরু করেন। এরপর তিনি *তেরখাদা উপজেলার বারাসাত ইউনিয়নে ভুজনিয়া গ্রামে স্বর্গীয় জয়দেব বিশ্বাস স্মরণে দুইদিন ব্যাপী সনা তনীদের ধর্মীয় অনুষ্ঠানে যোগদান ও গণসংযোগ করেন।
রকিবুল ইসলাম বকুল : বৃহস্পতিবার সকাল ১২ টায় খালিশপুর নিউজপ্রিন্ট গেটের সামনে থেকে গণসংযোগ শুরু করেন কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা ৩ আসনের (খালিশপুর-দৌলতপুর-আড়ংঘাটা-খানজাহানআলী) (একাংশ) ধানের শীষের প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল। এ সময়ে তিনি মিল কল কারখানা চালুসহ বন্দরনগরীর পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে তার প্রচেষ্টার কথা উল্লেখ করে ভোট ভিক্ষা চান।
অধ্যাপক মাহফুজুর রহমান : খুলনা-৩ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, দিঘলিয়া উপজেলার যোগীপোল ইউনিয়নের গ্রামগুলো সেদিন শুধু জনসংলাপের সাক্ষী ছিল না সাক্ষী ছিল মানুষের চাপা কষ্ট, দীর্ঘদিনের বঞ্চনা আর পরিবর্তনের আকুতির। ঘরে ঘরে, উঠোনে উঠোনে, মানুষের চোখের দিকে তাকিয়ে কথা শুনেছেন এখানে বক্তৃতা কম ছিল, মানুষের কথা বেশি ছিল। পাটকল শ্রমিক বলেছে তার মজুরি আর নিরাপত্তার কথা, যুবক বলেছে কাজ না পাওয়ার যন্ত্রণা, বৃদ্ধ বলেছে শেষ বয়সে অবহেলার গল্প, আর মা-বোনেরা বলেছে নিরাপত্তা ও চিকিৎসার অনিশ্চয়তার কথা। প্রতিটি কণ্ঠেই ছিল একটাই প্রশ্ন “আমাদের কথা কে শুনবে?” এ সময় তিনি শুধু শোনেননি বোঝারও চেষ্টা করেছেন। পাটকল শ্রমিকদের পাশে বসে তাদের জীবনের বাস্তবতা শুনেছেন, যুবকদের চোখে চোখ রেখে বলেছেন কর্মসংস্থানের কথা, বৃদ্ধদের হাতে হাত রেখে আশ্বাস দিয়েছেন সম্মানের জীবনের।
তিনি স্পষ্ট করে বলেন, “খুলনা-৩ আসনে আর চাঁদাবাজ, দখলদার আর লুটেরাদের হাতে জিম্মি থাকবে না। এই আসন মানুষের কাছে ফিরিয়ে দিতে হবে।” তিনি শিশু, নারী ও মায়েদের জন্য উন্নত চিকিৎসাসেবা, নিরাপত্তা এবং নারীদের উপযুক্ত কর্মসংস্থানের বাস্তব পরিকল্পনার কথা তুলে ধরেন। এলাকার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অবকাঠামোগত উন্নয়নে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নেতৃত্বের অঙ্গীকার করেন।
এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, খুলনা মহানগরী সেক্রেটারি ও খুলনা-২আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল আনুষ্ঠানিকভাবেতার নির্বাচনী প্রচার-প্রচারনা শিপইয়ার্ড এলাকা থেকে শুরু করেন। বৃহস্পতিবার (২২জানুয়ারি) সকালে নগরীর ৩১ নং ওয়ার্ডের শিপইয়ার্ড গেট এলাকাবাসীকে সঙ্গে নিয়ে দোয়া ওমোনাজাতের মাধ্যমে নির্বাচনী প্রচারনার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় তার সঙ্গে খুলনা সদর থানা আমীর এস এম হাফিজুর রহমান, লবণচরা থানা আমীরমোজাফফর হোসেন, সেক্রেটারি মাহমুদুল হাসানজিকো, হানিফ বালি, মোল্লা নাসির উদ্দিন, ডা. শাহ জালাল, ৩১ নং ওয়ার্ডের আমীর নুরহোসাইন বাবুলসহ এলাকা গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এস এম মনিরুল হাসান বাপ্পী : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পীর নির্বাচনী উঠান আজ বৃহস্পতিবার বিকেলে বৈঠক অনুষ্ঠিত হয়। পাইকগাছার চাঁদখালী ২নং ওয়ার্ডের শেখপাড়া দেবদুয়ার গ্রামে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা ও পৌরসভা বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও খুলনার ৬টি আসনে বিভিন্ন রাজনৈতিক ও স্বতন্ত্র প্রার্থীরা বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দ্বারস্থ হচ্ছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button