স্থানীয় সংবাদ

দিঘলিয়া উপজেলাতে নির্বাচনকে সামনে রেখে যৌথ বাহিনীর মহড়া

দিঘলিয়া প্রতিনিধি ঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দিঘলিয়া উপজেলায় নিরাপত্তা মহড়া দিয়েছে বাংলাদেশ নৌ বাহিনী।
গতকাল বুধবার (২১ই জানুয়ারি) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে দিঘলিয়া উপজেলা পরিষদ চত্বর থেকে এ মহড়া শুরু করা হয়। এর পর বারাকপুর বাজার এবং সেনহাটি পথের বাজার এলাকায় মহড়া পরিচালনা করা হয়।
জানা গেছে, খুলনা-৪ এর দিঘলিয়া উপজেলা আসনের নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণ রাখতে এ মহড়া পরিচালনা করা হয়।
মহড়ায় কন্টিনজেন্ট কমান্ডার দিঘলিয়া, কমান্ডার এ টি এম রিজওয়ানুল জান্নাতসহ শতাধিক নৌবাহিনীর সদস্যরা মহড়ায় অংশগ্রহণ করে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button