স্থানীয় সংবাদ

নির্বাচনী নিরাপত্তায় কলারোয়ায় যৌথ বাহিনীর মহড়া

তাওফিকুর রহমান সঞ্জু, কলারোয়া প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কলারোয়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সাধারণ ভোটারদের মাঝে নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, পুলিশ ও ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে এক বিশেষ যৌথ টহল ও মাঠ মহড়া পরিচালিত হয়েছে।
এই যৌথ টহল অভিযানে প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এবং নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম সিরাজুস সালেহীন। সেনাবাহিনীর টিমের নেতৃত্বে ছিলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ আলমগীর হোসেন এবং কলারোয়া থানা পুলিশের টিমের নেতৃত্বে ছিলেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকালে দিনব্যাপী এই বিশেষ টহল দলটি উপজেলার সীমান্তবর্তী ও গুরুত্বপূর্ণ ইউনিয়ন হিসেবে পরিচিত সোনাবাড়িয়া, কেঁড়াগাছি ও লাঙ্গঝাড়া ইউনিয়নের প্রধান প্রধান সড়ক ও বাজার এলাকাগুলো প্রদক্ষিণ করে। ইউনিয়ন পর্যায়ের মহড়া শেষে যৌথ বাহিনী কলারোয়া পৌরসভার প্রধান সড়কগুলোতে বিশেষ প্যারেড ও টহল পরিচালনা করে।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) এস এম সিরাজুস সালেহীন জানান, নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। সাধারণ মানুষ যাতে নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই লক্ষ্যেই এই যৌথ অভিযান।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন বলেন, উপজেলার প্রতিটি ইউনিয়নে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। সেনাবাহিনীর সাথে সমন্বয় করে আমরা কাজ করছি যাতে কোনো গোষ্ঠী বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ না পায়।
যৌথ বাহিনীর এই সরব উপস্থিতিতে উপজেলার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি লক্ষ্য করা গেছে। স্থানীয় বাসিন্দারা মনে করছেন, সেনাবাহিনী ও পুলিশের এই নিয়মিত টহল নির্বাচনী সহিংসতা রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনের দিন পর্যন্ত কলারোয়ায় এই ধরনের সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা ও যৌথ টহল কার্যক্রম অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button