খেলাফত মজলিস নেতার মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড লাভ

খবর বিজ্ঞপ্তি : শিক্ষা, চিকিৎসা, সামাজিক মানবিক ও জনকল্যাণমুখী কাজের উপর মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড ২০২৬-এ ভূষিত হয়েছেন খেলাফত মজলিসের খুলনা জেলা শাখার সাবেক প্রচার সম্পাদক ও ছাত্র মজলিস বাগেরহাট জেলার সাবেক সভাপতি হাফেজ মো. ওয়াহিদুজ্জামান। সম্প্রতি মাদার তেরেসা ওয়েলফেয়ার রিসার্চ কাউন্সিল ঢাকার উদ্যোগে সারা দেশ থেকে ২৩ জন পদক প্রদান করা হয়।
রাজধানী ঢাকার পল্টন টাওয়ারস্হ ইকোনমিক রিপোর্টার ফোরামে অনুষ্ঠিত পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি বীর মুক্তিযোদ্ধা মীর হাসমত আলী, ইবাইস বিশ্ববিদ্যালয়ের ভিসি আহসান উল্লাহ, কৃষি অধিদপ্তরের মহাপরিচালক, কৃষিবিদ আহমেদ আলী চৌধুরী দুলাল, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের পরিচালক, শিল্পপতি কাপতান হাসান, মেজর অজয় প্রকাশ চাকমা, এড চৌধুরী আতাউর রহমান, ইষ্টান্ডার্ড ইন্সুইরেন্স কোম্পানী লি: এর এম ডি আব্দুল মতিন সরকার, দৈনিক বাংলাদেশের আলোর সম্পাদক ও প্রকাশক, মফিজুর রহমান খান বাবু, এড,গোলাম ফারুক মজনু প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন কাউন্সিলের মহাসচিব এম এইচ আরমান চৌধুরী।
তিনি গত অক্টোবরে নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কারও লাভ করেন। হাফেজ মো. ওয়াহিদুজ্জামান দীর্ঘদিন ধরে শিক্ষা, চিকিৎসা, সামাজিক মানবিক ও জনকল্যাণমুখী কাজ নিয়েই সমাজে ছুটে বেড়ান। বিশেষ করে করোনাকালীন মহাসংকট কালে খুলনা বিভাগ জুড়ে প্রায় ২ শতাধিক করোনালাশ দাফন করেছিলেন তার গঠিত টীমের মাধ্যমে। বর্তমানে তিনি শিশুদের জন্য দারুল আজিজ মডেল মাদরাসা নামে একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন এবং সেটার পরিচালকের দায়িত্বে আছেন।



