স্থানীয় সংবাদ

‘চাঁদা আমরা নেব না এবং চাঁদা কাউকে নিতে দেব না’ —অধ্যাপক মাহফুজুর রহমান

# ৪ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে গণসংযোগ ও উঠান বৈঠক #

স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, খুলনা মহানগরী আমীর ও খুলনা-৩ আসনের দাঁড়িপাল্লা প্র তীকের প্র ার্থী অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, ফ্যাসিবাদের যে কষ্ট সবাই মিলে ভোগ করতে হয়েছে, সেই কষ্ট যেন এসব দল জনগণকে না দেয়। তবে অনেকে দিচ্ছে, সেটি যেন বন্ধ হয়। তিনি বলেন, ‘চাঁদা আমরা নেব না এবং চাঁদা কাউকে নিতে দেব না, ইনশাআল্লাহ। আমরা বলেছি, দুর্নীতি আমরা করব না এবং দুর্নীতি কাউকে করতেও দেব না। আমরা বলেছি, ইনসাফ প্র ত্যেকের জন্য জাতি, ধর্ম, দলনির্বিশেষে নিশ্চিত করা হবে। ইনসাফ এখন থেকে আর টাকার মূল্যে বিক্রি হবে না।’ তিনি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্র সঙ্গে বলেন, ‘এই কার্ড জনগণ পর্যন্ত পৌঁছাবে তো? দুই হাজার টাকার কার্ড নিতে এক হাজার টাকা ঘুষ দেওয়া লাগবে না তো? একদিকে বলা হচ্ছে কার্ড দেবে, আরেক দিকে ঋণখেলাপিদের সংসদে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। শুক্রবার (২৩ জানুয়ারি) দিনব্যাপী দৌলতপুর থানাধীন ৪ নং ওয়ার্ডের পাবলা, তিনদোকান মোড়, পাখির মোড়, দেয়ানা উত্তর পাড়াসহ বিভিন্ন স্থানে গণসংযোগ থেকে পথসভায় প্র ধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
৪ নং ওয়ার্ড আমীর মো. রেজাউল ইসলাম এর সভাপতিত্বে ও সেক্রেটারি মো. মিজানুর রহমানের পরিচালনায় বক্তৃতা করেন সরকারি বি এল কলেজের সাবেক ভিপি জাহাঙ্গীর হোসেন, সাবেক ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ আশরাফ হোসেন, জামায়াত নেতা মো. সিরাজ হাওলাদার, রুবেল বন্দ, সবুজ বন্দ, কামরুল ইসলাম বন্দ, মো. নূর ইসলাম, তানভীর হোসেন, বেলাল হোসেন, কামরুল ইসলাম মোল্ল্যা, জামিরুল ইসলাম, মনির হোসেন, বাবু, শাহিন, আলম, শফিকুল প্র মুখ।
অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, আমি নির্বাচিত হলে খুলনা-৩ আসনের অবকাঠামো উন্নয়নে সৎ, যোগ্য, দক্ষ ও নবীন-প্র বীণদের সমন্বয়ে উন্নয়ন কমিটি গঠন করব। শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলার মানোন্নয়ন, দুস্থ-অসহায়দের পুনর্বাসন, যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, তথ্যপ্র যুক্তি খাতে উন্নয়ন ও হাসপাতালকে আধুনিকায়ন করব। সন্ত্রাস-দুর্নীতি, চাঁদাবাজ ও মাদক নির্মূল করার পাশাপাশি দুর্নীতিমুক্ত প্র শাসন, জ্ঞানভিত্তিক সমাজ প্র তিষ্ঠায় পাঠাগার নির্মাণ, শিল্পকারখানা নির্মাণে পরিকল্পিত ইন্ডাস্ট্রিয়াল জোন তৈরি, কৃষিখাতের আধুনিকায়ন, তথ্যপ্র যুক্তিনির্ভর দক্ষ জনশক্তি তৈরি করবো। এছাড়া এতিম, বিধবা, দুস্থ ও বিপন্ন মানুষের পুনর্বাসনের ব্যবস্থা করাসহ নেতৃত্বের গুণ বৃদ্ধি ও সামাজিক, নৈতিক মূল্যবোধের সমাজ প্র তিষ্ঠা করা হবে। তিনি যুবকদের উদ্দেশ্যে বলেন, জাতীয় নির্বাচনে জামায়াতের প্রার্থীকে এবং হ্যাঁ ভোটকে বিজয়ী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button