রাষ্ট্রকে পুনর্গঠন ও মেরামত করতে হলে সব ধর্মের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগোতে হবে: মঞ্জু

# খুলনা-২ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু’র নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ #
স্টাফ রিপোর্টার ঃ খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ কার্যক্রমের দ্বিতীয় দিনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং একটি শক্তিশালী রাষ্ট্র গঠনের অঙ্গীকার ব্যক্ত করে বলেন, রাষ্ট্রকে পুনর্গঠন ও মেরামত করতে হলে সব ধর্মের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগোতে হবে। মুসলমান, হিন্দু, খ্রিষ্টান ও বৌদ্ধ সবাই হাজার বছর ধরে এ দেশে শান্তিপূর্ণভাবে বসবাস করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখতে হবে। বিগত ১৫ বছরে জনগণ ভোট দেয়ার সুযোগ পায়নি। আন্দোলন-সংগ্রাম ও শহীদদের ত্যাগের মাধ্যমে ফিরে পাওয়া ভোটাধিকার আগামী ১২ ফেব্রুয়ারি সঠিকভাবে ব্যবহার করতে হবে। শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ৯টায় খুলনা নিউ মার্কেট কাঁচাবাজারসহ বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণকালে খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেন, দীর্ঘ ১৭ বছর আমরা আমাদের প্রয়াত তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং পরবর্তীতে আমাদের আজকের বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ আন্দোলন সংগ্রাম লড়াই করেছি কেবলমাত্র মানুষের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য এবং জনগণের ভোটে নির্বাচিত একটি জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে। দীর্ঘ লড়াইয়ের পর ২০২৪ সালের ৫ আগস্ট একটি রক্তাক্ত গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা ফ্যাসিবাদকে বিতাড়িত করেছি এবং আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনশাআল্লাাহ। এই নির্বাচন যদি সফলভাবে এবং শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের একটি দৃষ্টান্ত রাখা যায়, তাহলেই আমাদের দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও লড়াই স্থায়ীভাবে প্রতিষ্ঠা লাভ করবে এবং বাংলাদেশের গণতন্ত্র স্থায়ীভাবে পুনঃপ্রতিষ্ঠা করার যে লড়াই আমরা করছি, তা আমরা স্থাপন করতে পারবো। বাদ আসর নগরীর শঙ্খ মার্কেট এলাকায় রিক্সা-ভ্যান শ্রমিক দলের নির্বাচনী সভা হোসেন ইমাম চৌধুরী পল্টুর সভাপতিত্বে এবং খন্দকার আইয়ুব আলীর পরিচালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। সভায় প্রধান বক্তা ছিলেন খুলনা মহানগর বিএনপি সভাপতি এডভোকেট শফিকুল ইসলাম মনা। সভায় আরও বক্তব্য রাখেন মজিবর রহমান, শফিকুল ইসলাম শফি, আবু সাঈদ চৌধুরী, মাহবুবুর রহমান, আবু বক্কর, রফিকুল ইসলাম, শেখ সাগর, সংগ্রাম খান, হারুন, আশরাফ হোসেন। বাদ মাগরিব ২৭ নম্বর ওয়ার্ডের পূর্ব বানিয়াখামার লোহারগেট খাদেমুল ইসলাম মাদ্রাসার সামনে বালুর মাঠে নির্বাচনী সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। সভায় ওয়ার্ড বিএনপি নেতা হাসান মেহেদী রিজভীর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এডভোকেট এস এম শফিকুল আলম মনা। খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু’র দিনব্যাপি নির্বাচনী গণসংযোগে উপস্থিত ছিলেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, শের আলম সান্টু, মাহবুব হাসান পিয়ারু, একরামুল হক হেলাল, কেএম হুমায়ুন কবির, নিয়াজ আহমেদ তুহিন, কামরান হাসান, মহিবুল্লাহ শামীম, এড. হালিমা আক্তার, আব্দুর জব্বার, মেশকাত আলী, রিয়াজুর রহমান, মোস্তাফিজুর রহমান বাবলু, জাকারিয়া লিটন, মাজেদা খাতুন, মোফাজ্জেল হোসেন, সিরাজুল ইসলাম সিরাজ, মাসুদুল হক হারুন, মাসুদ খান বাদল, মাসুদ রেজা, জিএম তারেক, আল আমিন তালুকদার প্রিন্স, ইউনুচ শেখ, ঈসা শেখ, সিরাজুল ইসলাম বাবলু, হুমায়ুন কবির মোল্লা, হানিফ মাহমুদ, ফজলে মাকসুদ, আরিফা আক্তার চুমকি, সোহেল মোল্লা, মনির হোসেন, মতিউর রহমান, কওসার দাদো, নাজমা আক্তার, লাকী বেগম, সাহেব আলী প্রমুখ।



