কলারোয়ায় প্রযুক্তির ইতিবাচক ব্যবহার ও ডিজিটাল নাগরিকত্ব শীর্ষক শিক্ষামূলক কুইজ প্রতিযোগিতা

তাওফিকুর রহমান সঞ্জু, কলারোয়া প্রতিনিধি : হাতেখড়ি শিশু বিকাশ একাডেমি ও মিশন অব শালোমের যৌথ আয়োজনে শনিবার প্রযুক্তির দ্রুত বিকাশ ও ডিজিটাল যুগে তরুণ প্রজন্মকে সচেতন এবং দায়িত্বশীল ডিজিটাল নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে একটি শিক্ষামূলক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৪ জানুয়ারি) কলারোয়ায় হাতেখড়ি শিশু বিকাশ একাডেমিতে স্কুল অব লিডারশিপ (ঝঙখঊ) ইউএসএ বাংলাদেশ চ্যাপ্টারের কারিগরি সহযোগিতায় “মিশন অব শালোম” বাস্তবায়নের অংশ হিসেবে “প্রযুক্তি ও ডিজিটাল নাগরিকত্ব” বিষয়ে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিশন অব শালোম ওফাপুরের পাষ্টর ও ঝঙখঊ ইউএসএ বাংলাদেশ চ্যাপ্টারের খুলনা ডিভিশনাল ম্যানেজার অসীম মালাকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতেখড়ি শিশু বিকাশ একাডেমির পরিচালক কাজী শাহীন এবং মিশন অব শালোম ওফাপুরের সভাপতি আন্দ্রিয় বিশ্বাস।
কলারোয়া ও আশপাশের বিভিন্ন স্কুল-কলেজের ৪০ জন শিক্ষার্থী এই কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শুরুর আগে চারটি মূল বিষয়ের উপর বক্তারা তাদের বক্তব্য প্রদান করেন। বিষয়গুলো ছিল: ১.মোবাইল ফোনের ইতিবাচক ও নৈতিক ব্যবহার, ২. ডিজিটাল নাগরিকত্ব ও সাইবার নিরাপত্তা,৩. সময় ব্যবস্থাপনায় প্রযুক্তির ভূমিকা এবং ৪. সাম্প্রতিক বিশ্ব ও দেশের প্রেক্ষাপটে প্রযুক্তির ব্যবহার।
বক্তৃতার আলোকে অংশগ্রহণকারীদের উপর বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজে বিজয়ী সাতজন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কার ও সকল অংশগ্রহণকারীকে অংশগ্রহণ সনদপত্র প্রদান করা হয়।



