নির্বাচনের দায়িত্ব পালনকালে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখতে হবে: জেলা প্রশাসক

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বাগেরহাটের মোল্লাহাটে প্রিজাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) উপজেলার ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। দিনব্যাপী এ প্রশিক্ষণে মোল্লাহাট উপজেলার ৪৯ জন প্রিজাইডিং, ২৬২ জন সহকারী প্রিজাইডিং ও ৫২৪ জন প্রিজাইডিং কর্মকর্তাকে ভোটগ্রহণের দিন দায়িত্ব পালন, আইনশৃঙ্খলা রক্ষা, ব্যালট ব্যবস্থাপনা ও নির্বাচন সংক্রান্ত বিধি-বিধান সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা গোলাম মো.বাতেন। তিনি বলেন, নির্বাচনের দায়িত্ব পালনকালে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখতে হবে। ২৪ এর গণ-অভ্যুত্থানের আকাঙ্খা মাথায় রেখে সচ্ছতার ভিত্তিতে নির্বাচনে দায়িত্ব পালন করতে হবে। এবারের নির্বাচনে আমরা জনগনকে সর্বকালের সেরা নির্বাচন উপহার দিতে চাই।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আবু আনছার, মোল্লাহাট উপজেলার সহকারী রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু, সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহা, মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ কাজী রমজানুল হক সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।



